
নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয়।
নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস (এনকেএম) এর শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছড়রা গুলিতে শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিআরসেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে তাহমিদের বুক ঝাঝরা হয়ে যায়। তখন সহপাঠিরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত হয়।
এদিকে, নরসিংদী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, তার গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে।
তাহমিদের মরদেহ নিয়ে জেলাখানা মোড় এলাকায় ঢাকা-নরসিংদী মহাসড়কে পূনরায় অবস্থান করে ছাত্রজনতা বিক্ষোভ মিছিল করে।
আমার বার্তা/এমই

