কবি ও টিভি অনুষ্ঠান নির্মাতা রান হোসেন দীর্ঘ ৩৫ বছর সংস্কৃতি করে আসেন।তার বাসভবন গাজীপুর জেলার কালিয়াকুর থানা দিন বাসায় গত শনিবার (৭সেপ্টেম্বর ২০২৪) চুরি হয়। তারা বেড়াতে যায় গত বৃহস্পতিবার ৫ ই সেপ্টেম্বর হেমায়েতপুর, তারা বেড়াতে গেলে হয়তো টের পায় বাড়িতে খালি। সেই সুযোগে বাড়ির মূল ফটক তালা ভেঙে, ঢুকে স্টিলের আলমারি ভেঙে, একটি স্বর্ণের চেইন, আন্টি, কানেরদোল,নগদ টাকা। চুরি করে নিয়ে যায়।
গত শনিবার ৭ই সেপ্টেম্বর, বাড়ি ফিরে দেখেন এমন অবস্থা। এ ব্যাপারে কালিয়াকুর থানায়, গতকাল রোববার দুপুর দুইটা ৩৫ মিনিটে, ডায়েরি করা হয়।
কবি রানা হোসেনের মেয়ে, অনুষ্ঠান জাহান মৃদুলা বলেন, এই ঘটনাটি এই এলাকার কোন চোর করেছেন। কারণ নেবার মত ঘরে আরও অনেক কিছু ছিল। তারা শুধু আমার স্বর্ণ আর অর্থ নিয়ে গেছেন। এটা কেমন চোর? আমাদের বাড়িটি রাস্তার উপর যখন তালা ভেঙেছে,এমন সাহস মাল্লার কেউই করতে পারেন।
রানা হোসেন বলেন আমার ছেলের জন্য এই এলাকায় থাকা হয়, আমরা বড় হয়েছি মগবাজারে, আমার সন্তানও জন্ম হয় মগবাজারে কিন্তু তাকে এই এলাকার কলেজে ভর্তি করেছি। কিন্তু এলাকার কারো সাথে আমার কোন বিরোধ ছিল না। তারপরও কেন এমন ঘটনা কে বা কারা করলো? তবে দেশের পরিচিতির জন্য অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে সেরকম কোন ঘটনাও হতে পারে।