যশোরের ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সহযোগি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোম্বর) বিকালে শংকরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সহযোগি সম্মেলনের আয়োজন করা হয়।
এতে শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর (পশ্চিম) জেলার আমির মাও. হাবিবুর রহমান। তিনি বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচারের আমলে আমরা নিজের ভোট দিতে পারি নাই, শাসক গোষ্ঠী টুঁটি চেপে ধরেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সৎ,দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরি করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।
শংকরপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও. আবুল বাসারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী মাও. আরশাদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক হারুনর রশিদ,সেক্রেটারি মাও.আব্দুল আলিম,ঝিকরগাছা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও.মিজানুর রহমান,শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন প্রমুখ।
এসময় শংকরপুর ইউনিয়ন
থেকে আসা জামায়াতের বিভিন্ন পর্যায়ের কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।