ই-পেপার মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

তিস্তা নদীর দূর্গম চরে আশ্রয়ন প্রকল্প, ভোগান্তিতে বাসিন্দারা

ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
২৭ অক্টোবর ২০২৪, ০০:১৮
ভোগান্তিতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

তিস্তা নদীর দুর্গম চরে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘর। বর্ষা মৌসুমে এখানে পানি উঠে তখন বসবাস করা কঠিন হয়ে পড়ে বাসিন্দাদের। বাধ্য হয়ে এসব ঘরের অনেক বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘর নির্মান করা হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে।

উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নটি তিস্তা নদীবেষ্টিত আর কেল্লাপাড়া গ্রামটি তিস্তার দুর্গম চরে অবস্থিত। এলাকাটিতে জনবসতি কম সেই সাথে সেখানে আবাদি ও অনাবাদি ফসলি জমি বেশি। অভিযোগ উঠেছে, অপরিকল্পিতভাবে নিচু জায়গায় আশ্রয়ন প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। যে স্থানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে বর্ষা মৌসুমে নদীর পানি উঠে।

প্রকল্পের দেড় শতাধিক মানুষ বছরে ৪ থেকে ৫ মাস পানি বন্দি থাকে। ভুক্তভোগীরা জানান, যে স্থানে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে, সেখানে কয়েকবছর আগে তিস্তার নদী ছিল। সেখানে চর জেগে ওঠায় চরে অপরিকল্পিতভাবে আশ্রয়ণের ঘরগুলো নির্মাণ করা হয়।

পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলা প্রশাসনের তত্বাবাবধানে কেল্লাপাড়া গ্রামে তিস্তা নদীর জেগে ওঠা চরে আশ্রয়ন প্রকল্পের ৫০টি ঘর নির্মাণ করা হয়।

জনপ্রতি ২ শতক জমিসহ একটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ১ কোটি ৯১ হাজার টাকা। সরজমিনে দেখা গেছে, প্রকল্পের ঘরগুলো তিস্তার দুর্গম চরে নির্মাণ করা হয়েছে। এলাকাটির চারদিকে তিস্তা নদী বেষ্ঠিত। বর্ষায় বন্যার পানিতে তলিয়ে থাকে। নদী ভাঙনেও রয়েছে আতঙ্কও ।

ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, সামান্য বন্যার পানিতে তিস্তা নদীর পানি ঘরে ঢুকে পড়ে। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়তে হয়। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করতে কেউ এসব ঘরে থাকতে চাইবে ? প্রশ্ন করেন তিনি। ভুক্তভোগী বানেছা বেগম বলেন, সরকার হামাক এমন জায়গাত ঘর দিছে, বছরের পাঁচ মাস পানিবন্দী থাকির নাগে । ছাওয়া গিলা স্কুল যাবার পায়না। বড় বান আসিলে হামাক ঘরোত পানিতে মইরবার নাগিবে।

এলাকার ভুক্তভোগী লোকজনের অভিযোগ,জেনেশুনে নদীর চরে এসব ঘর নির্মাণ করা ঠিক হয়নি। উঁচু জায়গায় ঘরগুলো করে দিলে বাসিন্দাদের এত দুর্ভোগ পোহাতে হতো না। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসান বলেন , এই আশ্রয়ণ প্রকল্প ভূমিহীনদের জন্য বড় আশীর্বাদ হতে পারত। কিন্তু নিচু জায়গায় অপরিকল্পিত ভাবে প্রকল্প বাস্তবায়নের কারণে সেটি সম্ভব হচ্ছে না। দিন শেষে তাদের উদ্বাস্তু হওয়ারই দশা হয়েছে। সেই সঙ্গে সরকারের কোটি কোটি টাকাও অপচয় হলো।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, আমি চেয়ারম্যান হওয়ার আগেই সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়। তবে বাঁধের বাইরে নদীর চরে ওই ঘরগুলো নির্মাণ করা ঠিক হয়নি। বাঁধের ভিতরে ঘর নির্মাণ করলে এ সমস্যা হতো না।

ঘর নির্মাণ কমিটির সদস্যসচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান বলেন, প্রকল্পের জায়গা নির্ধারণের দায়িত্ব ভুমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা শুধু প্রকল্পের ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, আমি উপজেলায় যোগদানের অনেক আগে আবাসন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। তবে প্রকল্পের বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হবে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, কেন, কি কারনে নদীর চরে প্রকল্পের জায়গা নির্ধারণ করা হয়েছিল এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। সেই সাথে প্রকল্পের বাসিন্দাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

উখিয়ায় নিরাপদ সড়কের দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি

উখিয়ায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান  । ‎অদ্য ০৭

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাকিলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে প্রাণহানির ঘটনার ৩ মাস পর পলাতক বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১ জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান

ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও অর্থায়নে ফুটবল উৎসব

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধান উপদেষ্টার

উখিয়ায় নিরাপদ সড়কের দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি

৫ আগস্ট সফল না হলে ভিন্ন বাংলাদেশ দেখতে হতো: আসিফ মাহমুদ

জবির আইটি সোসাইটির দায়িত্বে ইমরান-বায়েজিদ

বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই

আনিসুল-রুহুল আমিন-মুজিবুল হককে অব্যাহতি দিলেন জি এম কাদের

জরুরি অবস্থা আইন সংশোধন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করায় একমত বিএনপি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াসহ সব আসামিকে অব্যাহতি

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ৩৫ মাসে সর্বনিম্ন

ব্যাংকখাত নজরদারিতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব