কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। রোববার (০৩ নভেম্বর) দুপুরে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে পলাশ (১৮) ও আসাদ মিয়ার ছেলে রিয়াদ হোসেন (১৮।
প্রত্যক্ষদর্শী জালাল মিয়া জানান মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি করুই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন দুপুরের দিকে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি সাখাওয়াৎ হোসেন।