ই-পেপার বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

আরিফ খান ( মাল্টিমিডিয়া প্রতিনিধি) রাঙ্গাবালী :
২২ জানুয়ারি ২০২৫, ১৯:১৩
আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
ছবি:আমার বার্তা

ছাত্রজীবনে যিনি শিক্ষক লাঞ্ছিত করে বহিষ্কার হয়েছিলেন ,তাকেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করে আনার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।

এই অসন্তোষের কারণেই বুধবার ক্লাস বর্জন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগ চেয়ে মানববন্ধন করা হয়। সকাল সাড়ে ১০ টায় কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করবেন বলে হুশিয়ারি দিয়েছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বক্তৃতায় বলেন, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। ছাত্রজীবনে এই জসিম উদ্দিন এই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কার হয়েছিলেন। তাই তাকে কেউ সভাপতি হিসেবে মেনে নিবে না। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

এদিকে অভিযোগ উঠেছে, ওই কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের যোগসাজশে জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদে করা কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২০ জানুয়ারি গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিষ্ঠানের সভাপতি জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

ওই মামলা হয়রানিমূলক ও সাজানো দাবি করে বুধবার দুপুরে চরমোন্তাজ স্লুইস বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন। এতে বক্তারা বলেন, গত ১১ জানুয়ারি অধ্যক্ষ রুহুল আমিনের করা গোপন কমিটি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে নজরুল ইসলাম অংশ নেওয়ায় ক্ষুদ্ধ হয়েছিলেন সভাপতি জসিম। এই জেরে নবগঠিত কলেজ কমিটির সভাপতি জসিম উদ্দিনের ছোট ভাই চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কেএম রিয়াজকে লাঞ্ছিত করা হয়েছে মর্মে মিথ্যা নাটক সাজিয়ে মামলা করা হয়েছে। যে মামলার বাদী হয়েছেন সভাপতি জসিম নিজেই। তাই অনতিবিলম্বে হয়রানিমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনকে ফোন করলে তিনি নিজেকে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পরিচয় দিয়ে বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ নজরুল মুন্সি এসব সাজানো নাটক করছে। মূলত নজরুল মুন্সির পছন্দের ব্যক্তি সভাপতি না হাওয়ায় তিনি ক্ষুব্ধ। এছাড়া আমার ছোট ভাই রিয়াজকে মারধর করায় মামলা করা হয়েছে।’ তবে নজরুল ইসলাম মুন্সি বলেন, জসিম উদ্দিনকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করার প্রতিবাদ করায় তার ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজকে মারধর করা হয়েছে। এমন নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করতেছে। এলাকাবাসী এই ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, এবিষয়ে সার্বিক খোঁজখবর নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি উর্ধ্বতণ কর্তৃপক্ষকে জানাবো।

পর্নোগ্রাফি মামলায় মুরাদনগরের চার যুবকের ৩ দিনের রিমান্ড

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ কাণ্ডে নারীর নিপীড়নের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ জনের ৩ দিনের

পুঞ্জি সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন বাংলাদেশে করেছে বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল পুঞ্জি সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন বাংলাদেশে করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার

ডেঙ্গুতে বরগুনায় আরও ৮৭ জন আক্রান্ত

বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে

ভেটিং-সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

কসমেটিক সামগ্রী ঝুঁকিপূর্ণ হলে ভোক্তা অধিদপ্তর ব্যবস্থা নেবে: মহাপরিচালক

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা

আশুরা-তাজিয়া মিছিলে অংশ নিতে ডিএমপির একগুচ্ছ পরামর্শ

জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় গ্রহণ করা হচ্ছে বিশেষ প্রকল্প

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

পর্নোগ্রাফি মামলায় মুরাদনগরের চার যুবকের ৩ দিনের রিমান্ড

ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জুড়ীর সাহিত্য সাংবাদিকতা : প্রাচীনকাল থেকে বিজ্ঞান যুগ

টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির শঙ্কা

স্বাস্থ্য অধিদফতরকে ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলো চীন

কুমিল্লায় পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে ৪ জন

সাময়িক বন্ধ থাকবে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের কার্যক্রম

জুলাই স্মরণে ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের কর্মসূচি বাতিল

সৌদি আরবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মোতায়েন শুরু

এশিয়া কাপ হকিতে ছেলেদের ইভেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প

পুঞ্জি সীমান্ত দিয়ে ৪৮ জনকে পুশইন বাংলাদেশে করেছে বিএসএফ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন ৬৪ হাজার ৮৬ হাজি