টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে চাঁপাইনবাবঞ্জের বরেন্দ্র অঞ্চলের শতবিঘা জমির পাকা বোরো ধানের ক্ষেত। গত কয়েকদিনের একটানা বৃষ্টির কারণে ধান কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে এসব ধান।
অনেক এলাকায় ধান কাটার জন্য মিলছে না শ্রমিক। নিচু জমিতে জমে গেছে হাঁটু-কোমর পানি। পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। এতে ব্যাপকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাকমারির বিলে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে এখানকার প্রায় ১০০ বিঘা জমির ধান। এতে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।
আলী হোসেন নামের একজন কৃষক বলেন, ‘৯ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলাম। এরমধ্যে দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলতে পেরেছি। বাকি সাত বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় ধান কাটা যাচ্ছে না। ধানের জমিতে এখন হাঁটু-কোমর সমান পানি।’
আনারুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, ‘দুই বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে। এতে জমিতেই ধানের বীজ গজাতে শুরু করেছে।’
বৃষ্টির পানিতে তিন বিঘা জমির ধান নষ্ট হয়েছে কৃষক মোস্তাফিজুর রহমানের। তিনি বলেন, ‘এসব ধানে বীজ গজাতে শুরু করেছে, তাই বাজারে বিক্রি হবে না। কারণ এসব ধানের চালে গন্ধ হতে পারে। এসব ধানের বীজও হবে না। তাই ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। এতে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।’
আমার বার্তা/এল/এমই