ই-পেপার সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

দুই ঘণ্টা গাছ ও বাসের মাঝে আটকা, বাঁচানো গেল না আমিনুলকে

আমার বার্তা অনলাইন
০৭ জুন ২০২৫, ০৯:১৭

সকালে সড়কে দাঁড়িয়ে ছিলেন রিকশাচালক আমিনুল ইসলাম (৫৪)। হঠাৎ নিয়ন্ত্রণহীন একটি বাস এসে চাপা দেয় তাকে। গাছ ও বাসের মাঝে দুই ঘণ্টা আটকে বাঁচার লড়াই করেন। উদ্ধার হন জীবিত অবস্থায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

গতকাল শুক্রবার (৬ জুন) দুপুর ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় আমিনুলের মৃত্যু হয়। বাদ মাগরিব কালপোহা গ্রামে আমিনুলের দাফন সম্পন্ন হয়।

এর আগে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমিনুলকে ধাক্কা দিয়ে সোজা গিয়ে আঘাত করে একটি পাকুড়গাছে। আমিনুল গাছ ও বাসের মাঝখানে আটকে যান। সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২টার দিকে রেকারের সাহায্যে তাকে উদ্ধার করা হয়।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমিনুলের দুই পায়ে ছিল মারাত্মক আঘাত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। কিন্তু জীবনের এই যুদ্ধে হেরে যান আমিনুল। ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,আমিনুলের পরিবারে চলছে নীরব কান্না। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ছিল ছোট্ট সংসার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে। ছেলে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।

কামালদিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের আওতাধীন কালপোহা গ্রামের ইউপি সদস্য সয়েল আহমেদ বলেন, আমিনুল খুবই গরিব ছিলেন। ব্যাটারিচালিত রিকশাটিও ভাড়া করে চালাতেন। মাত্র ২-৩ শতাংশ জমির ওপর ছোট্ট একটি ঘর ছিল তার। এখন তার পরিবারটা নিঃস্ব হয়ে গেল।

তিনি আরও বলেন, অন্যের ব্যাটারিচালিত রিকশা ভাড়া করে চালিয়ে দিনে যা পেতেন তা দিয়েই সংসার চলতো কোনো মতে। তার স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে রয়েছে সংসারে। ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। এখন পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়বে। তিনি শুধু একজন বাবা নন, ছিলেন পরিবারটার একমাত্র ভরসা। তার হঠাৎ মৃত্যু যেন তাদের মাথার ওপর থেকে ছায়াটাই কেড়ে নিল। আমরা স্থানীয়ভাবে যা পারি সাহায্য করছি, তবে এই পরিবারের পাশে সরকারসহ সমাজের সকল হৃদয়বান মানুষের দাঁড়ানো উচিত।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে এ দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেন। তৈরি হয় দীর্ঘ যানজট। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে রেকার দিয়ে বাস সরানো সম্ভব হয়নি, পরে ভাঙ্গা থেকে আনা রেকার দিয়েই আমিনুলকে উদ্ধার করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাকিলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে প্রাণহানির ঘটনার ৩ মাস পর পলাতক বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শিশুসহ ১১ জন মাইক্রোবাস যাত্রী হত্যা মামলার প্রধান

ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগ ও অর্থায়নে ফুটবল উৎসব

ময়মনসিংহের ভালুকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির

চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি অবস্থা আইন সংশোধন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করায় একমত বিএনপি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা পাচ্ছেন ১০ হাজার শিক্ষার্থী

বাংলাদেশের ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার বেশিরভাগই কর্মক্ষম

সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত বাংলাদেশিদের নিয়ে আলাপ

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াসহ সব আসামিকে অব্যাহতি

সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয়: নাহিদ ইসলাম

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ৩৫ মাসে সর্বনিম্ন

ব্যাংকখাত নজরদারিতে বড় পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

ন্যায্য সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের সক্ষমতা

অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা

দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

ইউটিউবে চালু হচ্ছে নতুন নিয়ম

রাশিয়ার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে

জনতা ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সূচি প্রকাশ

চট্টগ্রামে প্রাণহানির ঘটনার ৩ মাস পর পলাতক বাসচালক গ্রেপ্তার

৬১টি ব্যাংকে ১২ গ্রুপে ভাগ করা হবে: গভর্নর

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও পাহাড়ধসের আশঙ্কা