ই-পেপার বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

পঞ্চগড় সীমান্তে ৪ ভারতীয়সহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৫, ১৭:৫৫

পঞ্চগড়ে পৃথক দুই সীমান্ত দিয়ে ৪ ভারতীয় ও ১২ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা ও তেতুঁলিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করে বিজিবি।

এর আগে শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রি পাড়া ও তেতুঁলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পুশইন হওয়া ১৬ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা খুলনা, মেহেরপুর, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।

পঞ্চগড় সদর উপজেলার আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জন বাংলাদেশি পরিচয় নিশ্চিতের পরে তাদের পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হেফাজতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের পাহাড়ায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।

এছাড়া আটক ৪ ভারতীয় নাগরিককে মিস্ত্রিপাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

সদর উপজেলায় আটক হওয়া ৭ বাংলাদেশি হলেন- খুলনা সিটি কর্পোরেশনের ফতেবাজার মুধূপুর এলাকার আয়েশা শেখ (৩৯), ছেলে নিশান শেখ (২২) ও মিরাজুল শেখ (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের শুক্তক গ্রামের নিলুফা আক্তার (৩৭), তার মেয়ে মরিয়ম বেগম (৮), মেয়ে রোহান শেখ (৩) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার আক্তার মোল্লার ছেলে আবু তালেব (২১)।

অপরদিকে আটক হওয়া ৪ ভারতীয় হলেন- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার বালিহাটি এলাকার আজিজুল আলী মন্ডল (৩১), স্ত্রী আজমিরা খাতুন (২৫), তার মেয়ে ফতেমা খাতুন (৭) ও ছেলে ইরানুর আলী মন্ডল (৪)।

এদিকে তেতুঁলিয়া উপজেলার পেদিয়াগছে আটক ৫ বাংলাদেশিকে তেতুঁলিয়া ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তরের কথা রয়েছে।

আটককৃতরা হলেন- নড়াইল জেলার সদর উপজেলার বিরগ্রাম এলাকার ইশ্বর গোপাল চন্দ্র বিশ্বাসের মেয়ে বন্দনা রানী বিশ্বাস (৩৭), যশোর জেলার অভয়নগর উপজেলার শ্যামনগর এলাকার তরিকুল শেখ (৪২), শার্শা উপজেলার বড় কলোনী এলাকার কোরবান আলী গাজী (৩৩), তার স্ত্রী নাজমা বেগম (২৭) ও কোরবানের বোন ফারজানা মারফত আলী গাজী (২৩)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪২১ এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের ইশানগঞ্জ ক্যাম্পের সদস্যরা ১১ জনকে পুশইন করে। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন ও শিশু ৪ জন। পরে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের রজলী বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে বিজিবি। তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের পুরোহিতগছ ক্যাম্পের সদস্যরা ৫ বাংলাদেশিকে পুশইন করে। পরে তাদের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পেদিয়াগছ এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে আটক করে বিজিবি। পরে তাদের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম আলী বলেন, পুশইন হওয়া ৭ বাংলাদেশিকে আমাদের কাছে জিডিমূলে হস্তান্তর করে বিজিবি। পরে তাদের পঞ্চগড় ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। আমাদের পুলিশ তাদের পাহাড়া দিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, পুশইন হওয়া ৫ বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তরের পরে তাদের তেতুঁলিয়া ডাকবাংলোতে রাখা হয়েছে। আমাদের পুলিশ তাদের পাহাড়া দিচ্ছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়েছে। এর মধ্যে ১২ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয়। আমরা বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর ভারতীয়দের বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যেমে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

আমার বার্তা/এমই

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে

ছুটিতে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত সেনাসদস্য

কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বাড়ছে

টানা কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে দ্রুত গতিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সরকার না থাকায় দেশে দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্ত দেখবে ইসি

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা

রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার কাজে আসবে না: মঈন খান

তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাকৃবি প্রশাসনের বিশেষ বাস সার্ভিস চালু

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সৌদির নিরাপত্তায় প্রধান সঙ্গী পাকিস্তান

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, আহত কমপক্ষে ২৩

চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণা করল

ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী জামায়াতের নতুন নেতৃত্ব: শ্রীরাধা দত্ত

৪ আগস্টই নতুন সরকার গঠনের প্রস্তুতি নেওয়া হয়: নাহিদ

উত্তরায় কাশবন থেকে তরুণীর অর্ধিগলিত মরদেহ উদ্ধার

হঠাৎ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

সাইফুজ্জামান চৌধুরীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার

ইয়াজুজ-মাজুজের আগমন নিয়ে কুরআন ও হাদিসে যা বলা হয়েছে

লিবিয়া থেকে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

ছুটিতে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় নিহত সেনাসদস্য

কেন প্রতিদিন এক গ্লাস লেবু পানি খাওয়া উচিত

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭