পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ উপকূলে ভয়াবহ ট্রলারডুবির চার দিন পর সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন ৯ জন জেলে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। উদ্ধার হওয়া জেলেদের দাবি, তারা সকলেই বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন আগে ১২ জন জেলে একটি মাছধরার ট্রলারে করে গভীর সমুদ্রে যান। বৈরি আবহাওয়া ও সাগরের উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন সবাই।
আজ বৃহস্পতিবার সকালে চরমোন্তাজ এলাকার উপকূলে ভেসে আসেন তাদের উদ্ধার করে সাগরে মাছ ধরতে থাকা জেলেরা পড়ে চরমোন্তাজ নৌ পুলিশ ফারিতে জানান এবং নিয়ে আসেন জেলেরা ।
নৌ পুলিশ এনে প্রাথমিক চকিৎসা দেন চরমোন্তাজ নৌপুলিশ ফারির ইনচার্জ বলেন , উদ্ধার হওয়া জেলেরা সবাই শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন। তাদের দাবি অনুযায়ী, তারা বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এদিকে এখনো নিখোঁজ ৩ জন জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। উদ্ধার হওয়া জেলেদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ নিয়ে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।