ই-পেপার সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি

আমার বার্তা অনলাইন:
২৪ আগস্ট ২০২৫, ১৬:৫৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এ প্ল্যানগুলো নিয়ে কাজ করে যাবেন তারেক রহমান।

রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ্যানি এ কথা বলেন।

হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান দেশে আসবেন। দেশে আসার আগে কী কী পরিকল্পনা, কী কী কাজ, দুর্নীতি বন্ধের ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা কীভাবে নেওয়া হবে—এসব নিয়েই প্ল্যান করছেন।

তিনি আরও বলেন, আমরা যদি অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন, অনেকে বলবে—এই কাজ তো বিএনপি করতে পারে না। এজন্য তারেক রহমান ১৮০ দিনের প্ল্যান নিয়েছেন, ৩৬৫ দিনের প্ল্যান নিচ্ছেন।

এ্যানি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ধীরে ধীরে এ প্ল্যানগুলোকে একটি উন্নত বিশ্বের পরিকল্পনায় রূপ দিচ্ছেন তিনি। সেই লন্ডনে বসেই পরিকল্পনা করছেন। তিনি আমাদের মাঝে আসছেন এবং আসবেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনও কিছু মামলার জটিলতা রয়েছে, তবে আসার ক্ষেত্রে বড় বাধা নেই। আমরা আশা করছি, সর্বশেষ অক্টোবর-নভেম্বরের মধ্যে খুব কাছ থেকে তারেক রহমানকে দেখতে পাবেন। এজন্য আমাদের দায়িত্ব হলো তার দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী উল্লেখ করে এ্যানি বলেন, তিনি নয় বছর ছাত্রদের নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এমন কোনো জায়গা বা প্রতিষ্ঠান নেই যেখানে বেগম খালেদা জিয়া আপোষহীন রাজনীতির পতাকা নিয়ে যাননি। আপোষহীন রাজনীতি করেই প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিণী খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাসের কাছে মাথানত করেননি। শেষ পর্যন্ত তাকে কারাগারে যেতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা তাকে কারাগারে নিয়েছেন। তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। তারপরও তিনি মাথানত করেননি। জেল খেটেছেন, অসুস্থ হয়েছেন, এখনো অসুস্থ আছেন; কিন্তু সম্মানের জায়গায় রয়েছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনোবল দিয়েছে, সাহস জুগিয়েছে। এ মনোবল ও সাহসের কারণেই তারেক রহমানের নেতৃত্বে বিদেশে থেকেও আমরা লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সবশেষ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা সবাই মিলে আমরা আন্দোলন করেছি, পিছপা হইনি।

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

আমার বার্তা/এমই

খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি

সাজ্জাদ ও তার স্ত্রীকে আরেক খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে

সিলেটে পুলিশ সদস্যের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারির মাঝামাঝিতে সাংবাদিকদের মহাসম্মেলন: নোয়াব সভাপতি

রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগ, দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্য

২০২৫ এর সামগ্রিক বিষয়ে রাশিয়ান দূতাবাসের সংবাদ সম্মেলন

পরিবারসহ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাল্টা মত দিয়ে প্রতিহত করবেন, সহিংসতা যুক্তি হতে পারে না: রিজওয়ানা হাসান

খুলনায় এনসিপি নেতাকে গুলি, সাতক্ষীরা সীমান্তে বিজিবির তল্লাশি

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান: সালাউদ্দিন আহমেদ

যুক্তরাষ্ট্রে টিকটকের বিনিয়োগকারীদের সঙ্গে নতুন চুক্তি

হাদির হত্যাকারী দেশে নাকি বিদেশে সে তথ্য জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার

ইবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. আতিকুর রহমান

আইইএলটিএস পরীক্ষার নিয়মে আসছে পরিবর্তন

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সালমান-আনিসুল

জাপানের বাজারে ৭ হাজারের অধিক পণ্যে পাওয়া যাবে শুল্কমুক্ত সুবিধা

সাজ্জাদ ও তার স্ত্রীকে আরেক খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বড়োদিন-থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে পুলিশ সদস্যের মেয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

বাংলাদেশ বীরদের দেশ, শুধু তাদের চিনে নিতে হবে: শফিকুল আলম

সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল: ছাত্রদল