পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটার জিরো পয়েন্টে নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় দুই নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে দ্রুত তাকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক পেনাল কোড ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী রুবেলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘পর্যটকদের হয়রানি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভবিষ্যতেও কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’