
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শাহেরা আক্তার (২৫) নামে এক গৃহবধূ বেলকুনির গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ সামছু মেম্বারের মোড় এলাকায় খায়রুল ইসরামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শাহেরা আক্তার লালমনিরহাট জেলার সদর থানার পর্নপুর গ্রামের মো. ইউনুছের মেয়ে এবং মাজহারুল ইসলামের স্ত্রী।
কোনাবাড়ী থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই

