আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বুধবার (১ অক্টোবর) দুর্গাপূজার মহানবমীর দিনে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন ।
তিনি জানান, গত বছর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ৪০ কোটি টাকা লোকসানে থাকলেও এ বছর ব্যাংকটি ভালো অবস্থানে এসেছে। অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে, পাশাপাশি জনবান্ধব বিনিয়োগ প্রক্রিয়াও উন্নত করা হচ্ছে।
মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ আরও বলেন, দেশের ৬০ লাখ আনসারের জীবনযাত্রার মান উন্নয়নে আনসার ভিডিপি ও উন্নয়ন ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।