পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে, বাকি দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত।
শনিবার দিবাগত রাতে, আনুমানিক চারটার দিকে লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
কলাপাড়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহাদাৎ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ব্যাটারি চার্জ দেওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে দ্রুত আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুনে একটি ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান, একটি কাপড়ের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাবিব হুজুরের কাপড়ের দোকান, আল-আমিনের ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আরও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার চেষ্টা করা হবে।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই