ই-পেপার সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

হাজী ইয়াছিনের মনোনয়ন ফেরতের দাবিতে নারীদের বিক্ষোভে উত্তাল কুমিল্লা-৬

হাবিবুর রহমান মুন্না,কুমিল্লা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
ছবি : প্রতিনিধি

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা নারীদের নেতৃত্বে প্রতিবাদে নেমেছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পূবালী চত্তরে। সেখানে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় ৮ হাজার নারী অংশগ্রহণ করেন।

মিছিলের শুরু থেকেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেন। তাদের মধ্যে বিশেষভাবে—“ইয়াছিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই”, “৮ এর প্রার্থী ৬ এ কেন-মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”। শ্লোগানগুলো পুরো চত্বরে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং উপস্থিত জনতা মনোনয়নবঞ্চনার প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করে।

মিছিলে অংশ নেওয়া মহিলারা বিভিন্ন শ্লোগানের ফেস্টুন বহন করেন। তারা সড়ক অবরোধের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট বার্তা পাঠান যে, মনোনয়নবঞ্চনা মেনে নেওয়া হবে না। এই ধরনের উপস্থিতি শুধু রাজনৈতিক ক্ষোভ প্রকাশ নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক দায়বদ্ধতার প্রকাশ হিসেবেও দেখা যায়।স্থানীয় নেতারা অভিযোগ করেন, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। অন্যদিকে, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে তিনি নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন। তার সহায়তায় নেতাকর্মীরা আইনি সহায়তা, চিকিৎসা খরচ, পরিবারিক সহায়তা, ঈদ ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে সহযোগিতা পেয়েছেন। এই কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। মিছিলে অংশ নেওয়া মহিলারা জানান, “আমাদের নেতা ইয়াছিন ভাই। আমরা তার পাশে আছি। অবিচার মেনে নেওয়া হবে না।” তারা আরও বলেন, নারীদের এই সক্রিয় অংশগ্রহণ নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করবে। মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দের ভাষ্য, এই ধরনের পদক্ষেপ কেবল হুঁশিয়ারি নয়, বরং স্থানীয় স্তরে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের বার্তা। তারা আশা প্রকাশ করেন, নারীরা নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দলের ভিতরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জোরদার করবেন।

অবস্থান কর্মসূচির মধ্যে উপস্থিত নেতাকর্মীরা দাবী জানান যে, হাজী ইয়াছিনের দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও তৃণমূলের সঙ্গে সংযুক্তি বিবেচনা করে তার মনোনয়ন প্রদান করা হোক। তাদের মতে, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন কার্যক্রমে সংযুক্ত না থাকায় তৃণমূল কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের ভিতরে এক ধরনের বিভাজন সৃষ্টি করতে পারে।

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

ভ্রমণপিপাসু পরিবারগুলোর পদচারণায় মুখর হয়ে উঠেছে বেলাভূমি। বিকেল থেকে রাত পর্যন্ত নানা বয়সের পর্যটকে লোকারণ্য

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২২

১৭ বছরে দেশের আইনশৃঙ্খলা-অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ১৭ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা, শিক্ষা ও অর্থনীতিকে নানাভাবে

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠির সাবেক মেয়র গ্রেপ্তার

নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ওসমান হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

মালদ্বীপে মেডিকেল শিক্ষামেলা ‘এডুবেস্ট এক্সপো’ অনুষ্ঠিত

রিমান্ডে নেওয়ার সময় কারাফটকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে হামলায় গ্রেপ্তার ৯

এখন রুখে দাঁড়াবার সময়, অপশক্তিকে রুখে দিতে হবে: মির্জা ফখরুল

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর

নিবন্ধন সনদ পেলো প্রজাপতি প্রতীকের আমজনতার দল

প্রবাসী ভোটার নিবন্ধনে বড় সাড়া, ছাড়াল ৫ লাখ ৭৫ হাজার

পর্যটকে সরগরম কক্সবাজার, ৫০০ কোটির বাণিজ্যের আশা

বাগেরহাটে বিএনপির প্রার্থী সাবেক দুই আ.লীগ নেতা, ক্ষুব্ধ নেতাকর্মীরা

দ্বিতীয় ধাপের মনোনয়ন তালিকা প্রকাশ করতে যাচ্ছে এনসিপি

রোবট অলিম্পিয়াডে সোনাসহ ১১ পদক জয় বাংলাদেশের

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করলো জাপান

‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন দেশ রূপান্তরের জ. ই  বুলবুল

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

আজ থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

গ্রিস উপকূলে নৌকা থেকে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার

পশ্চিম তীরে নতুন ১৯ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল