ই-পেপার মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

এনবিআর ভেঙে দুই বিভাগ, ক্ষোভে ফুঁসছে কাস্টমস ও আয়কর ক্যাডার

আমার বার্তা অনলাইন
১৩ মে ২০২৫, ১৩:৩৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর থাকছে না আগের কাঠামোয়। সরকার গতকাল সোমবার এক অধ্যাদেশ জারির মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন এনবিআরের আওতাধীন কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা।

সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এনবিআর কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সঞ্চার হয়েছে। অভিযোগ উঠেছে, পুরো প্রক্রিয়াটি গোপনে সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়েছে।

আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা মনে করছেন, নতুন কাঠামোতে রাজস্ব সংক্রান্ত নীতিনির্ধারণ এবং ব্যবস্থাপনার স্বাধীনতা না রেখে বরং এনবিআরের পূর্বের ক্ষমতা প্রশাসন ক্যাডারের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে রাজস্ব প্রশাসনের অভ্যন্তরে বিদ্যমান ভারসাম্য নষ্ট হবে বলে তারা আশঙ্কা করছেন।

সোমবার সকালে অধ্যাদেশ জারির গুঞ্জন ছড়িয়ে পড়লে রাজধানীর এনবিআর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন। ফলে কার্যত কিছু সময়ের জন্য রাজস্ব আদায়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

কর্মকর্তারা বলছেন, বিশ্বের প্রায় সব দেশেই একটি স্বতন্ত্র রাজস্ব সংগ্রহকারী সংস্থা রয়েছে, যা নীতিনির্ধারণ ও বাস্তবায়ন—দু’টিই একসঙ্গে করে থাকে। কিন্তু বাংলাদেশে কোনো পূর্ণাঙ্গ সমীক্ষা বা আলোচনার ধার না ধরেই দীর্ঘদিনের প্রতিষ্ঠান এনবিআরকে ভেঙে ফেলা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় যে প্রভাব পড়বে—তা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতামত নেওয়া হয়নি। এমনকি অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি কিংবা এনবিআর সংস্কার পরামর্শক কমিটির সুপারিশও এ সিদ্ধান্তে বিবেচনায় আসেনি।

নতুন কাঠামোয় প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসন ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে কাস্টমস ও আয়কর ক্যাডারের দাবি, এসব পদে মূল কর্তৃত্ব থাকবে প্রশাসন ক্যাডারের হাতেই। ফলে দীর্ঘদিন রাজস্ব প্রশাসনে কাজ করা ক্যাডারের অভিজ্ঞতা উপেক্ষিত হবে বলে তারা আশঙ্কা করছেন।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের দুইটি শীর্ষ অ্যাসোসিয়েশন মঙ্গলবার একটি বৈঠকে বসছে। বৈঠকে পরবর্তী করণীয় ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস ও আয়কর ক্যাডার অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে তাদের মতামত প্রতিফলিত হয়নি। বরং এমন এক কাঠামো তৈরি করা হয়েছে, যেখানে অভিজ্ঞতা না থাকা কর্মকর্তাদের পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনার গুণগত মান ও দক্ষতা মারাত্মকভাবে ব্যাহত হবে। একইসঙ্গে, বর্তমান কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি ও পেশাগত অগ্রগতির পথও সংকুচিত হয়ে পড়বে বলে তারা মনে করছেন।

আমার বার্তা/জেএইচ

যে কারণে জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করলো সরকার

অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং

জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের অর্থনীতিতে বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি অর্থবছরে ৪ দশমিক

কমলো বিমানের তেলের দাম

দেশীয় বাজারে বিমানে ব্যবহৃত জেট ফুয়েল বা জেট এ-১ এর দাম কমানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটে

ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবো না: অর্থ উপদেষ্টা

নতুন অর্থবছরের বাজেটে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করলো সরকার

সিরাজগঞ্জে মহাসড়কে ১২ দিনে ১৫০ মামলা

জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

সুন্দরবনে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে প্রেরণ, ৩ জন কারাগারে

সুন্দরবনে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে প্রেরণ, তিনজন কারাগারে

কমলো বিমানের তেলের দাম

পাঁচ দিনের জন্য বন্ধ চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল

কক্সবাজারে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নানা কায়দায় পাপমোচনের মিশনে স্বৈরাচারের দোসর তাপস পাল

হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সুপার ফুড

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব কারণে বদলি হজ করানো যাবে

কোরবানির ঈদে যেভাবে পশু জবেহ করবেন

কদমতলীর বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রমনার বোমা হামলায় দুজনের যাবজ্জীবন, সাজা কমল ৯ জনের

ক্লাস চালুর দাবিতে কুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

ছাত্র-জনতাকে নিপীড়নে ক্যাডার বাহিনীকে উৎসাহিত করতেন মমতাজ

পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন