ই-পেপার মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

অনলাইন ডেস্ক:
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন। এই ইউনিটে এবার পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার মঙ্গলবার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে এসব তথ্য জানান।

ইতোমধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। পরীক্ষার ফল https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ‘এ’ ইউনিটে সর্বোচ্চ নম্বর উঠেছে ৭৭ দশমিক ২৫ এবং সর্বনিম্ন মাইনাস (-) ১৮ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম স্থান অধিকার করেছেন রেদওয়ানুল হক মারুফ। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রোল ছিলো ২০২৫৩৭ এবং কেন্দ্র ছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। তিনি ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী আবেদন করেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন, যা মোট আবেদনকারীর ৮৭ দশমিক ৫৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন অর্থাৎ ১২ দশমিক ৪৩ শতাংশ।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন, যা পরীক্ষায় অংশগ্রহণকারীর ৩৩ দশমিক ৯৮ শতাংশ। এছাড়াও

পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৯৬ শতাংশ। অকৃতকার্য সবাই ৩০-এর কম নম্বর পেয়েছেন।

এদিকে ৮৪ জন পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে, যা মোট পরীক্ষার্থীর দশমিক ০৬ শতাংশ৷ এদের মধ্যে চারজনের খাতা বাতিল, একজন পরীক্ষার্থীকে বহিষ্কার, রোল নম্বর ভুল লেখায় ৪৪ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৩৫ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সাব-টেকনিক্যাল কমিটির তৈরি করা ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ ও এর উপরে পেয়েছেন ুদজন, ৭০ ও এর উপরে পেয়েছেন চারজন, ৬৫ ও এর উপরে পেয়েছেন ২০ জন, ৬০ ও এর উপরে পেয়েছেন ৮৪ জন, ৫৫ ও এর উপরে পেয়েছেন ৪৪০ জন, ৫০ ও এর উপরে পেয়েছেন ২ হাজার ২২ জন, ৪৫ ও এর উপরে পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন, ৪০ ও এর উপরে পেয়েছেন ১৬ হাজার ৩৪৬ জন এবং ৩৫ ও এর উপরে পেয়েছেন ৩১ হাজার ২১৭ জন। আর ৩০ ও এর উপরে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী।

এর আগে শনিবার (২৭ এপ্রিল) দেশের ২৪টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং এসব কেন্দ্রের উপকেন্দ্রগুলোতে একযোগে ভর্তি পরীক্ষা নেয়া হয়।

আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

তাপপ্রবাহ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহ চলাকালীন শ্রেণির কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ

‘শরীফার গল্প’ বাদ দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে আলোচিত ‘শরীফার গল্প’ বাদ দিতে সুপারিশ করেছে

একাদশের ক্লাস শুরু ৩০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো

একাদশে ভর্তি: জেনে নিন কোন কলেজে কত ভর্তি ফি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত ১২ মে প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএসপি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়ে কিছু জানে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

কিশোর গ্যাং নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ

লিফট-এসি কিনতে বিদেশ যাচ্ছেন ৩ আমলা ৭ প্রকৌশলী

বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না: নৌপ্রতিমন্ত্রী

মৌমাছি নিয়ে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে

গরমে পেট ঠান্ডা রাখতে আম দিয়ে বানিয়ে নিন এই রেসিপি

প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ: ইসি

স্ত্রীকে মাছ ব্যবসায়ী বানিয়ে ঘুষের টাকা বৈধ করার চেষ্টা

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েল

ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে না: বাইডেন

ভারতে নিখোঁজ এমপির মেসেজ ঘিরে রহস্যের জট

পুরান ঢাকার ১৮টি স্পটে ওসি ফান্ডের নামে দিনে কোটি টাকার চাঁদাবাজি

মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ব্যাপক ক্ষুব্ধ নেতানিয়াহু

সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী

দুপুরের মধ্যে ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রথম বাংলাদেশি হিসেবে লোৎসে পর্বতচূড়ায় বাবর আলী