ই-পেপার শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

মায়েদের প্রসব পরবর্তী চিকিৎসায় রিহ্যাবিলিটেশন মেডিসিন

ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী
১৬ জুলাই ২০২৪, ১২:৫১
আপডেট  : ১৬ জুলাই ২০২৪, ১৩:০৬

মাতৃত্বের স্বাদ প্রতিটি নারী জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা রোমাঞ্চকর অনুভুতি। তবে, সন্তান জন্মদানের পর মায়েদের আকস্মিক শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এ সময় মায়ের শরীর দূর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং প্রায়শই হাড়, মাংশপেশি, অস্থিসন্ধি, স্নায়ু সংক্রান্ত জটিলতা পরিলক্ষিত হয়। যথাযথ চিকিৎসা নিলে, সঠিক যত্ন এবং কিছু নিয়ম মেনে চললে অনেক জটিলতা এড়ানো সম্ভব। এইক্ষেত্রে, রিহ্যাবিলিটেশন মেডিসিন একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। আর মায়ের শরীর সুস্থ হলে শিশু সঠিক পরিচর্যা পায় এবং সুস্থ ও সবল থাকে ।

প্রসবের পর ৬ সপ্তাহ (৪২ দিন) পর্যন্ত সাধারণত যে সকল সমস্যায় পুনর্বাসন চিকিৎসা আলোকপাত করা হয়, সেগুলো হলো-

  • ঘাড়, পিঠ, কোমর অথবা পা ব্যথা হওয়া।
  • অস্থিসন্ধিতে ব্যথা (হাঁটু, কব্জি ব্যথা)
  • হাত, পা এবং আঙ্গুলে ঝি ঝি ধরা, অবশ হয়ে যাওয়া।
  • ক্লান্তি বোধ বা অস্বস্তি অনুভব করা।
  • অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদি রুপ নিতে পারে।

কারণঃ

  • হরমোন জনিত।
  • মেরুদন্ডের বক্রতার পরিবর্তন।
  • শারীরিক স্থুলতা।
  • নার্ভের উপর অতিরিক্ত চাপ।
  • পর্যাপ্ত ঘুমের অভাব।
  • অপর্যাপ্ত খাদ্য।
  • মানসিক অশান্তি।

প্রসব পরবর্তী রিহ্যাবিলিটেশন চিকিৎসার উদ্দেশ্য:

  • মায়েদের শারীরিক সক্ষমতা বাড়ানো।
  • বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো।
  • প্রসব পরবর্তী জটিলতার চিকিৎসা করা।
  • প্রসব পরবর্তী জটিলতা হ্রাস করা।
  • দ্রুত মানসিকভাবে স্বাভাবিক পরিবেশে খাপ খাওয়ানো।

প্রসব পরবর্তী পুনর্বাসন চিকিৎসা-

চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য অনেকটাই রোগীর উপসর্গ অনুযায়ী ক্লিনিক্যাল পরীক্ষার উপর নির্ভরশীল থাকেন। তবে, সামান্য প্যাথলোজিক্যাল পরীক্ষার প্রয়োজনও হতে পারে।

রোগীর কাউন্সেলিং উপর গুরুত্ব আরোপ করা হয়।

ঔষধঃ

চিকিৎসকের পরামর্শ মোতাবেক স্বল্প মাত্রার বেদনাশক ঔষধ, আয়রন, ফলিক এসিড, ভিটামিন ‘এ’ ক্যাপসূল, ক্যালসিয়াম ট্যাবলেট সহ অন্যান্য ঔষধ খাওয়া যাবে।

ফিজিক্যাল এজেন্টঃ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ব্যথার ধরন ও সময় মোতাবেক ব্যথার স্থানে ঠান্ডা বা হালকা গরম/কুসুম গরম পানির সেঁক অথবা হালকা ম্যাসাজ করা যাবে। প্রয়োজনে, অন্যান্য সুপারফিসিয়াল ফিজিক্যাল এজেন্ট ব্যবহার করা যাবে।

শারীরিক অনুশীলনঃ

প্রসব পরবর্তী সময়ে সক্রিয় মায়েদের শরীরিক ও মানসিকভাবে দ্রুত খাপ খাইয়ে নেয়া সহজ হয়। তবে, শারীরিক অনুশীলন নির্ভর করে মায়ের প্রসব পরবর্তী অবস্থার উপর। উল্লেখ্য, প্রসবের ধরন ও উপসর্গ অনুযায়ী ব্যায়াম, ব্যায়াম শুরু করার সময় নির্বাচন করতে হয়। কেবল চিকিৎসকের পরামর্শ মোতাবেক বাচ্চার জন্মের পরে মৃদু শারীরিক কার্যকলাপ দিয়ে শুরু করুন। আপনি নিয়মিত কয়েক মিনিট করে হাঁটা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে প্রতি সপ্তাহে ৫-৭ দিন প্রতিদিন ২০-৩০ মিনিট পর্যন্ত হাঁটতে পারেন।

ব্যায়ামের উপকারিতাঃ

  • ব্যায়াম অঙ্গবিন্যাস সমর্থনকারী পেশী শক্তিশালী করে ।
  • ব্যথা নিরাময়ে সাহায্য করে।
  • মানসিকভাবে প্রফুল্ল রাখে।
  • কখন ব্যায়াম বন্ধ রাখবেনঃ
  • বুকে-পিঠে চাপ অনুভব করলে।
  • স্বাসকষ্ঠ হলে।
  • খিচুনি দেখা দিলে।
  • অতিরিক্ত হৃদস্পন্দন দেখা দিলে।
  • মাথা ঘুরালে।
  • অশান্তি অনুভব হলে।
  • অর্থোসিসঃ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অসুখের ধরন মোতাবেক সমস্যাগ্রস্ত স্থানে প্রয়োজনে অর্থোসিস ব্যবহার করা যাবে।

খাবারঃ

  • শরীরের ক্ষয় পূরণের জন্য প্রসবের পর মাকে বেশী করে খাবার খেতে হবে।
  • শিশুর প্রয়োজনে মায়ের সুষম খাবার খাওয়া প্রয়োজন।
  • প্রচুর পরিমানে পানি অথবা পানি জাতীয় খাবার খান।
  • ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে।

দৈনন্দিন কাজঃ

  • পর্যাপ্ত বিশ্রাম (দুপুরের খাবারের পর ২ ঘণ্টা এবং রাতে ৬-৮ ঘন্টা) বিশ্রাম নিতে হবে।
  • শারীরিক ও মানসিক চাপ কমাতে হবে ।
  • ভারী কাজ নিষেধ।
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
  • সঠিক দেহভঙ্গি মেনে চলতে হবে।
  • সমতল জায়গায় হাঁটার অভ্যাস করুন।

সতর্কতা

  • যেসব ক্রিয়াকলাপে পেটে প্রচুর স্ট্রেচিং হয়, সেলাইগুলিতে খুব বেশি চাপ পড়ে, সেগুলি থেকে বিরত থাকুন।
  • চলাফেরায় তাড়াহুড়া করবেন না।
  • তীব্র মাত্রার কোন শারীরিক অনুশীলন করবেন না।
  • কোনক্রমেই পেটে ঠান্ডা বা গরম সেঁক অথবা কোন ম্যাসাজ করবেন না।
  • হাই হিল জুতা পরবেন না। কম হিলের আরামদায়ক জুতা পরুন।
  • সিজারিয়ান জন্মের পর থেকে সেলাই এর ব্যপারে সতর্ক থাকুন।
  • দীর্ঘ দূরত্ব ভ্রমন থেকে বিরত থাকুন।
  • অসমতল রাস্তা বা অত্যাধিক সিঁড়ি ব্যবহার করবেন না।
  • যেকোন বিপদ চিহ্ন দেখা দিলে চিকিৎসকের শরনাপন্ন হোন।

লেখক : ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল।

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি। এখন প্রয়োজন সবার সহযোগিতা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৪ জন

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়লো ১০ হাজার টাকা

ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ফসল ঘরে তুললেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের ভাতা ৩০

সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকদের অবরোধ অব্যাহত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত ৩০ হাজার টাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার