ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বেসরকারি ক্লিনিকের পেন্ডিং সমস্যা সমাধানের উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৫, ১৬:০৮
আপডেট  : ৩০ আগস্ট ২০২৫, ১৬:২১

প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের পেন্ডিং সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জানিয়েছেন, ২০১৭ সাল থেকে অনেক প্রতিষ্ঠান এখনও লাইসেন্স পাননি। তবে শর্তপূরণসহ আগামী চার মাসের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে লাইসেন্স দেওয়া হবে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনে যুক্ত হয়ে তিনি দেশের স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সব প্রতিষ্ঠান মান উপযোগী নয়, তাই লাইসেন্স দেওয়ার সময় তাদের মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

সাইদুর রহমান জানান, দেশের স্বাস্থ্য খাতের দায়িত্ব একমাত্র সরকারের পক্ষে নেওয়া সম্ভব নয়। বর্তমানে প্রায় ৭৩ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও থেকে আসছে। তিনি বলেন, এখানে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সমন্বয় নিশ্চিত করতে হলে একে অপরকে দোষারোপ না করে ইতিবাচকভাবে এগিয়ে আসতে হবে। এই সেবা নিশ্চিত করতে হলে এক হওয়ার বিকল্প নেই।

স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সরকারের ১০০ দিনের পরিকল্পনা থাকা সত্ত্বেও তিনি বলেন, যতটুকু সম্ভব হবে, তা আমরা করব। পরবর্তী রাজনৈতিক সরকার এটি আরও এগিয়ে নেবে। আমরা সেবার জন্য সব আয়োজন করি, কিন্তু রোগ সংক্রান্ত সচেতনতাটা খুবই দুর্বল।

ড. সাইদুর রহমান শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ক পাঠ্য উপেক্ষিত হওয়ার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য পাঠ উপেক্ষিত। আমরা গোল্ডেন এ প্লাস দিচ্ছি, কিন্তু সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করছি না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা করাচ্ছে, কিন্তু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেই। তাই সব মন্ত্রণালয়কে বলেছি, তাদের সব কাজে স্বাস্থ্য বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

নগর ও গ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবার পার্থক্য নিয়েও সচিব মন্তব্য করেন। তিনি বলেন, গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরের তুলনায় নাজুক। আমরা ঢাকার ২১টি গভর্নমেন্ট ডিসপেনসারি (জিওডি) কার্যকর করার মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করতে চাই।

ড. সাইদুর রহমান শেষ পর্যন্ত পুনরায় উল্লেখ করেন, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকার অনেক পিছিয়ে আছে। ‘কিছু শর্ত দিয়ে চার মাসের মধ্যে লাইসেন্স দেওয়া সম্ভব। শর্তপূরণের জন্য কিছু সময় বেঁধে দেওয়া হবে। সব প্রতিষ্ঠান মান উপযোগী না হলেও আমরা নিশ্চিত করব, লাইসেন্স দেওয়ার পরও তারা মান বজায় রাখবে।

আমার বার্তা/এল/এমই

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৬৩ জন হাসপাতালে

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সঙ্গে মেটলাইফের সমঝোতা স্মারক

ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এবং মেটলাইফ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে মেটলাইফের

দেশে ডেঙ্গুজ্বরে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

সব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

সচিবহীন শ্রম মন্ত্রণালয়, দপ্তরগুলোর কার্যক্রম স্থবির

হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর, বাড়বে না সময়: ধর্ম মন্ত্রণালয়

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের তথ্য জানানো হতো না আইজিপিকে

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন

জনমতের পাল্টা হাওয়া, পতনের মুখে মোদির জনপ্রিয়তা: সমীক্ষা

গাজা পরিচালনায় বিশেষজ্ঞদের নেতৃত্বে স্বাধীন প্রশাসন গঠনে রাজি হামাস

নতুন টেলিকম নীতির অনুমোদন দিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জনসমুদ্র

জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক

কুড়িয়ে পাওয়া সুযোগ থেকে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন

নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান

রাবিতে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে: উপাচার্য

স্টার্টআপ অর্থায়নে নতুন কোম্পানি, শঙ্কা উদ্যোক্তাদের

শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনো প্রশাসনে সক্রিয় : রিজভী

শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি কৌশল এবং টুলস জানতে হবে