মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের।
শাহানারা বেগম বরগুনার পাথরঘাটার সরকারি হাজ্বী জালাল উদ্দিন কলেজের প্রভাষক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি পাথরঘাটা সদরের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। এনি য়ে মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪০১ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ বলেন, প্রভাষক শাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে আক্রান্ত হবার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার বিকল্প নেই।
আমার বার্তা/এল/এমই