ই-পেপার সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয় নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক:
২৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৬
সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাধারণত পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে। বিধানসভা বা লোকসভায় সচরাচর ঘটে না। কিন্তু সুরাটে লোকসভা নির্বাচনে এই ঘটনা ঘটায় শুরু হয়েছে বিতর্ক।

বিতর্কের অন্যতম কারণ হলো, কংগ্রেস প্রার্থীর মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে। বিএসপি প্রার্থী-সহ সবমিলিয়ে আটজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিজেপি প্রার্থী বিনা লড়াইয়ে জয়ী হয়ে গেছেন।

সুরাটে কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভানি। তার মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়ে গেছে। তারপর তার বাড়ি তালাবন্ধ। কংগ্রেস কর্মীরা তার বন্ধ বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন। স্লোগান দিয়েছেন, 'জনতা কা গদ্দার'।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, নীলেশের ফোন বন্ধ। তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না। নীলেশ বিজেপি-তে যোগ দিতে পারেন বলেও স্থানীয় মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে।

কমিশনে কংগ্রেস

এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে গেছে কংগ্রেস। দলের মুখপাত্র অভিষেক মণু সিংভি জানিয়েছেন, অন্যায্য প্রভাব খাটিয়েছে বিজেপি। তাই সুরাটে নির্বাচনী পদ্ধতি আবার শুরু করতে হবে।

অভিষেক বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, সুরাটের নির্বাচন বাতিল ঘোষণা করা হোক। তাহলে স্পষ্ট বার্তা যাবে, এভাবে অন্যায্য উপারে কেউ জিততে পারবেন না।

সিংভির দাবি, সুরাটে নীলেশের মনোনয়নপত্রে চারজন প্রস্তাবক হিসাবে সই করেছিলেন। হঠাৎ, চারজনই বলেন, ওটা তাদের সই নয়। এটা কাকতালীয় হতে পারে না। কংগ্রেস প্রার্থী কিছুক্ষণের জন্য নিখোঁজ ছিলেন। তিনি যখন আসেন, তখন দেখা যায়, বাকি সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করে দেন।

ঘটনাক্রম

১৮ এপ্রিল কংগ্রেস প্রার্থী নীলেশ মনোনয়নপত্র পেশ করেন। ১৯ তারিখ বিজেপি নেতা দীনেশ যোধানি অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থীর মনোনয়নে প্রস্তাবকদের সই জাল করা হয়েছে।

২০ এপ্রিল নির্বাচনী অফিসাররা জানান, তারা প্রস্তাবকদের কাছ থেকে হলফনামা পেয়েছেন। সেখানে বলা আছে, কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্রে যে সই আছে, তা তাদের নয়।

২১ এপ্রিল জেলা নির্বাচনী অফিসার জানান, কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কারণ, তিনি বা তার প্রস্তাবকরা কেউই নির্ধারিত সময়ে তার কাছে আসেননি।

২২ এপ্রিল বিএসপি প্রার্থী-সহ আটজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ বার্তা দিয়ে বিজেপি প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

'আশ্চর্য লাগছে'

ভোট বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী একটি ভিডিও জারি করে বলেছেন, গোটা ঘটনা দেখে আশ্চর্য লাগছে। বিএসপি প্রার্থী প্যারেলাল ভারতী আশ্চর্যজনকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন, আরো আটজন নির্দল প্রার্থীও প্রত্যাহার করলেন। এই প্রত্যাহারের ঘটনা আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছি। আমরা জানি, কেমনভাবে চাপ দিয়ে তা প্রত্যাহার করা হয়। সুরাটে কোন রহস্যে প্রত্যাহার করা হলো?

বিশ্বনাথ বলেছেন, আমাদের দায়বদ্ধতা গণতন্ত্রের প্রতি। আমাদের ভয় লাগছে। যবে থেকে নির্বাচন চর্চা করছি, তাতে অতীতে দেখিনি ভারতে লোকসভায় এরকম হয়েছে। এটা ঠিক, সুরাট বিজেপি-র গড়। ১৯৮৯ থেকে বিজেপি এখানে পরাজিত হয়নি। সুরাটের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রেও বিজেপি বিধায়ক আছেন। তা সত্ত্বেও এতজনের মনোনয়নপত্র প্রত্যাহার ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা অশনি সংকেত।

আমার বার্তা/এমই

বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব পড়বে তুরস্কসহ ৩ দেশে

ইসরায়েলের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক। তুলনামূলক সস্তায় বিভিন্ন শিল্পের কাঁচামাল ও পণ্য

রাফায় স্থল অভিযানের প্রস্তুতি, ১ লাখ মানুষ সরিয়ে নিচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফা। মিসর সীমান্তবর্তী শহরটিতে আশ্রয় নিয়েছে গাজার ১২ লাখ

পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং

পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যাবেন ফ্রান্স,

‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন ডেমোক্র্যাটরা :ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা এখন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন। ট্রাম্প মূলত প্রেসিডেন্ট জো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাবনায় ক্লান্ত কাদের: রিজভী

আগুন রাঙা কৃষ্ণচূড়ায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অসহায়দের সেবা না দিয়ে টাকা ব্যাংকে জমাতেন মিল্টন: হারুন

গাছ কাটা-লাগানো নিয়ে হাইকোর্টের রুল

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ

মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্বে শামসুল হক ফাউন্ডেশন

বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাব পড়বে তুরস্কসহ ৩ দেশে

বুধবার থেকে ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

রাফায় স্থল অভিযানের প্রস্তুতি, ১ লাখ মানুষ সরিয়ে নিচ্ছে ইসরায়েল

পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং

অবৈধভাবে টিভি চ্যানেল প্রদর্শন বন্ধে কার্যক্রম শুরু

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসেছে আইএমএফ প্রতিনিধি দল

সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস আবহাওয়া অফিসের

নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন, ক্ষতি নির্ণয়ে কাজ করছে বিশেষজ্ঞ টিম

ইতিহাস গড়ার পথে লেভারকুসেন

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান

নবিজির চাচা আবু তালিবের মৃত্যুর সময় যা ঘটেছিল

বাতজ্বরের কারণে আপনার হার্টের ভাল্ব নষ্ট হতে পারে