ই-পেপার সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
মমতা

আমার তৈরি ইন্ডিয়া জোট দেখে থরথর করে কাঁপেন মোদি

অনলাইন ডেস্ক:
২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩০
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৩২
মমতা বন্দ্যোপাধ্যায় : ছবি ফেসবুক থেকে নেওয়া

ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি থরথর করে কাঁপেন। রোববার প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর এলাকায় জনসভায় দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে এ কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘মনে রাখবেন, এই ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি থরথর করে কাঁপেন। দিল্লিতে যদি সত্যিই বিজেপিকে রুখতে চান, তা হলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না। আমরাও যাইনি কোথাও। আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে যদি বিজেপিকে রুখতে না পারি…! সবাই লেজ গুটিয়ে পালালেও, তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে। অন্য কোনও দল নয়।’

ভাষণে তিনি কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করেন। তিনি বলেন, ‘সিপিএমের সঙ্গে কংগ্রেসকে জোট বাঁধতে বারণ করেছিলাম। দু’টি আসনও ছাড়তে চেয়েছিলাম। কিন্তু ওরা শোনেনি। ওরা আসন ভাগাভাগি করেছে। আপনারা কি চান আমি সিপিএমের সামনে আত্মসমর্পণ করি? বিধানসভায় একটি আসনও নেই, তা সত্ত্বেও কংগ্রেস নেতৃবৃন্দকে দু’টি আসন দিতে চেয়েছিলাম। বলেছিলাম, সিপিএম-এর সঙ্গে জোট না করতে। কিন্তু ওরা কথা শোনেনি।’

প্রয়াত গনি খানকে স্মরণ করে মমতা বলেন, ‘বরকতদাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যত দিন ছিলেন আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু এখনো কেন বার বার ওদেরই ভোট দেবেন? মৌসম বেনজির নুরকে তো আমরাই জিতিয়েছিলাম। কিন্তু লোকসভায় গিয়ে যে চুপ করে বসে থাকে, মানুষের কথা বলে না, তাকে কেন প্রার্থী করব? মহুয়া মৈত্রকে দেখুন। সংসদে বিজেপির বিরুদ্ধে মুখ খুলত বলে ওকে তাড়িয়ে দিয়েছে।’

কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেছেন, ‘আমি তো বরাবরই কংগ্রেসকে সাহায্য করতে চেয়েছি। বিধানসভায় ওদের একটাও আসন নেই। তবু লোকসভায় দুটো আসন দিতে চেয়েছিলাম। ওরা নিল না, সিপিএমের হাত ধরল। আপনারা চান, বাংলায় আমি সিপিএমের কাছে আত্মসমর্পণ করি?’

গত বিধানসভা ভোটে মালদহে ফলাফলের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘মনে রাখবেন, মালদহ লোকসভা কিন্তু আগে কখনো তৃণমূল পায়নি। একুশের বিধানসভায় আপনারা আমাদের ঢেলে ভোট দিয়েছিলেন বলে বিজেপিকে আটকাতে পেরেছিলাম, তা হলে এবারেও নয় কেন?’

মমতা আরও বলেন, ‘ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি যদি কেউ করে, তাতে দলের ওপর অভিমান হলে মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত। আপনারা বিধানসভায় গনি সাহেবকে জিতিয়েছিলেন। মালদহকে মর্যাদা দিয়ে তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান করি। তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এখন থেকে এখানটা আমি নিজে দেখব।’

আমার বার্তা/এমই

রুশ প্রতিরক্ষামন্ত্রী থেকে নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন শোইগু

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন দেশটির

রাফা ছেড়ে পালিয়েছেন ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগেই। এখন বাকি রয়েছে অবরুদ্ধ এই

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে ৫০ অধ্যাপক আটক

গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে অন্তত ৫০ জন অধ্যাপককে আটক করেছে পুলিশ।

মেক্সিকোতে বন্দুক হামলায় ৮ জন নিহত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযুক্তিতে জনশক্তি গড়তে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ

জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড

আন্দোলনের নামে সন্ত্রাস করলে বিএনপি পালানোর পথ পাবে না

রুশ প্রতিরক্ষামন্ত্রী থেকে নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন শোইগু

রাফা ছেড়ে পালিয়েছেন ৩ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

রাজধানীতে এবার চালু হলো বাসের গেটলক সিস্টেম

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি রাখছে না বিএসএফ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে ৫০ অধ্যাপক আটক

ফখর-রিজওয়ানের তাণ্ডবে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

বজ্রপাতে এসি টিভি ফ্রিজ নিরাপদ রাখবেন কীভাবে?

১২ হাজার ৬৪৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

তৃতীয় ধাপে ১৩০ প্রার্থিতা প্রত্যাহার, বিনা ভোটে জয়ী ৬ জন

মালয়েশিয়ায় ফের ২৭ বাংলাদেশি আটক

আরও বাড়তে পারে তাপমাত্রা, আছে বৃষ্টির আভাসও

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে রাখার বিষয়ে রায়

মেক্সিকোতে বন্দুক হামলায় ৮ জন নিহত

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে

চালককে গলা কেটে ইজিবাইক ছিনতাই

তৃতীয়ধাপের প্রচার-প্রচারণা আজ থেকে শুরু