ই-পেপার বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্র-চীনের ওপর নির্ভরতাশীলতার অবসান ঘটাতে হুঁশিয়ারি ম্যাক্রোঁর

আমার বার্তা অনলাইন
০৯ জুলাই ২০২৫, ১২:৩৮

যুক্তরাষ্ট্র ও চীনের ওপর থেকে নির্ভরতাশীলতার অবসান ঘটানোর জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, যুক্তরাষ্ট্র-চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেছেন, বৈশ্বিক হুমকিগুলোর মুখে ইউরোপকে সুরক্ষিত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত হতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে একসঙ্গে কাজ করতে হবে।

ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বিরল ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এসব কথা বলেন। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ব্রেক্সিট-পরবর্তী সময়ে প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ম্যাক্রোঁকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানো হয়। রাজপরিবারের আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে তিনি হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস — ব্রিটিশ পার্লাামেন্টের দুই কক্ষে ভাষণ দেন।

সেখানে তিনি বলেন, “যুক্তরাজ্য ও ফ্রান্সকে আবারও বিশ্বকে দেখাতে হবে, আমাদের জোট বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমাদের সময়ের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই একমাত্র পথ।”

আন্তর্জাতিক অঙ্গনে বিদ্যমান হুমকিগুলোর কথা উল্লেখ করে ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের অর্থনীতি ও সমাজকে এই দ্বৈত নির্ভরতা থেকে মুক্ত করতে হবে।”

ম্যাক্রোঁ আরও বলেন, উভয় দেশের শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের পারস্পরিক যাতায়াত সহজ করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের সুরক্ষা নিয়েও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ম্যাক্রোঁর এ সফরকে ব্রিটেনের নতুন সরকার তথা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাজকীয় নৈশভোজে রাজা চার্লস বলেন, “আজকের রাতের এ উৎসব আমাদের নতুন যুগের প্রতীক। ১৯০৪ সালে শুরু হওয়া ‘এন্তান্ত কোরদিয়াল’ বন্ধুত্বকে আমরা আরও এগিয়ে নিচ্ছি— এখন সেটা কেবল কোরদিয়াল নয়, ‘আমিকাল’ (ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক)।”

৭৬ বছর বয়সী রাজা চার্লস বর্তমানে ক্যানসার চিকিৎসাধীন। অনুষ্ঠানে তার ডান চোখ কিছুটা লাল ছিল। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এটি রক্তনালির ফেটে যাওয়ার ফলে হয়েছে, যা তার অন্যান্য স্বাস্থ্যের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

আমার বার্তা/জেএইচ

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইলো অ্যামনেস্টি

বাংলাদেশে ২০২৪ সালে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার

ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই আসিয়ানকে ঐক্যের আহ্বান আনোয়ারের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যে বিশ্ববাণিজ্য দুর্বল দেশগুলোর বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হওয়ার

বাংলাদেশ-চীন-পাকিস্তানের স্বার্থের সম্ভাব্য মিলে হুমকি দেখছে ভারত

বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব

গুজরাটে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

বুধবার (৯ জুলাই) সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো ভারতের গুজরাট। ভারি বৃষ্টির জেরে ভেঙে পড়ল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা বিটিআরসির

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ-থাইল্যান্ডের ব্যবসায়ীরা

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইলো অ্যামনেস্টি

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

নারায়ণগঞ্জে সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাংলাদেশ সার্কের চেতনাকে জীবিত রাখতে চায়: প্রধান উপদেষ্টা

একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত

বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল: ফখরুল

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী-সিলোনিয়া নদীর পানি

চট্টগ্রামে ফের উন্মুক্ত নালায় ডুবে প্রাণ গেল শিশুর

ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই আসিয়ানকে ঐক্যের আহ্বান আনোয়ারের

অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তাকে বদলি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াতে টেক্সট-স্টিকার লাগাবেন যেভাবে

বাংলাদেশ-চীন-পাকিস্তানের স্বার্থের সম্ভাব্য মিলে হুমকি দেখছে ভারত

গণঅভ্যুত্থানে হাসিনা নিজেই সকল গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ

গুম কমিশনে নিখোঁজ ২০০ জনের তালিকা দিলো ইউভিইডি