বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানায় একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক এমপি, মন্ত্রী ও আমলাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) সকালে অভিযুক্তদের ঢাকা চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বিচারক মাসুম মিয়ার অধীনে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার দেখানো আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মো: আবুল হাসান।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগ আনেন। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান।
আমার বার্তা/এল/এমই