ই-পেপার শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ থেকে লাশ

বশির হোসেন খান
১৯ জানুয়ারি ২০২৩, ১৮:২২

# প্রতিটি পদে পদে মৃত্যুকে সঙ্গী করে আমরা উড়ে বেড়াই, ভয় দেখানোর মতো আইন প্রয়োগ করলে শৃঙ্খলা আপনা আপনি আসবে

-ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই আন্দোলন

# সড়ক দুর্ঘটনায় মানুষ থেকে লাশ হচ্ছে প্রতিনিয়তই, তবুও সচেতনা নেই

-মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

# অ্যাম্বুলেন্স চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে

-মারুফ হাসান, এএসপি হাইওয়ে পুলিশ, ফরিদপুর সার্কেল

অসুস্থ মাকে দেখভালের জন্য ১০ বছর পরে দেশে এসেছিলেন প্রবাসী লিমা। ইচ্ছে ছিল মা একটু সুস্থ হলেই দুজনে একসঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে উড়াল দেবেন। কিন্তু সে আশা পূরণ হলো না। ১৭ জানুয়ারী শরীয়তপুরে মাকে চিকিৎসা করাতে এসে সড়কে মায়ের সঙ্গে নিজের জীবন হারালেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে। শুধু তাই নয়, এরসাথে আরো চার জন প্রাণ হারালেন।

সর্বত্র মৃত্যুজাল। জল-স্থল-আগুন এমনকি মানুষের কাছেও মানুষ নিরাপদ নয়। এমনি এক ঘটনার স্বাক্ষি হলো দেশবাসী। গতকাল বুধবার সকালে জাজিরা দূর্ঘটনা এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে রক্তের ছাপ পড়ে আছে। গাড়িতে লেগে আছে রক্তের দাগ। স্বজনদের মধ্যে কেউ এসে কান্নায় মূছরা যান। উৎসুক দর্শকরা ঘটনা শুনে চোখের পানি ধরে রাখতে পারছেন না।

ঘটনা স্থলে কথা হয় শরিয়তপুরের বাসিন্দা মোবারক হোসেনের সঙ্গে। তিনি বলেন, কালকে টিভিতে খবর দেখলাম। আজ দেখতে এলাম। ঘটনা শুনে চোখের পানির ধরে রাখতে পারিনি। কীভাবে ছয়টি মানুষ স্পট ডেট হয়ে গেল। মেনে নেয়া যায় না।

এবিষয়ে চার জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয়। তারা কেঁদে কেঁদে বলেন, বেচে থাকা খুব কঠিন। সবচেয়ে সহজ মারা যাওয়া। প্রতিটি পদে পদে মৃত্যুকে সঙ্গী করে আমরা উড়ে বেড়াই। তবে সৃষ্টিকর্তার চিত্রনাট্য যে কখনো কখনো আমাদের ভাবনার চেয়েও অধিক প্যাথেটিক। নিজ হাতে তৈরি রুহের বিনাশের দিনক্ষণও যে তিনি নিজের মত করেই সাজিয়েছেন। সেখানে আমরা কেবল আশ্চর্যান্বিত হওয়া দর্শক।

সূত্র বলছে, ১৭ জানুয়ারী হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন লিমার মা জাহানারা বেগম। বরিশালের ডাক্তাররা তাকে রেফার করেন ঢাকার বারডেমে। দ্রুত নিয়ে যেতে বললে রাতেই এ্যাম্বুলেন্সে রওয়ানা দেন ঢাকার উদ্দেশ্যে। সঙ্গে ছিলেন চাচাতো ভাই ফজলে রাব্বি ও তার শিক্ষক মাসুদ রানা। কিন্তু ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় অ্যাম্বুলেন্সটি চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মারা যান রোগীসহ গাড়িতে থাকা ছয়জন। কতগুলো ব্রাকেটবন্দী স্বপ্নের রক্তস্নাত মৃত্যু। এক নিমিষেই মানুষ থেকে লাশ। দুনিয়ার ফেরারি জীবন থেকে নিশ্চিত গন্তব্য।

প্রত্যক্ষদর্শী আসাদ হাওলাদার বলেন, আমি আপনিও রাস্তায় চলাচল করি, এভাবেই একদিন সবাই শুনবে একটি লাশ বেড়ে গেছে। এরপর হয়তো পরিচিতজনদের ভাবনার জগতে ১০ সেকেন্ড সময় নিবে, তারপর অতীত। বড়জোর কেবল দিন তিনেকের শোক। মৃতদের কেউ মনে রাখেনা, বিস্মৃতির অতীত ভেবে ভাবনার জগৎ থেকে দূরে রাখে। সোনায় মুড়িয়ে রেখে গেলেও খুব কম মানুষই স্মরণ করবে। অলাভজনক শোকে এক মিনিট ব্যয় করতেও রাজি না যে আমরা।

আরেক প্রত্যক্ষদর্শী সুফিয়া বেগম বলেন, জীবনটাকে রোবট বানিয়েছি আমরাই। অথচ এক সেকেন্ডের গ্যারান্টি নেই। এখন সম্পদ বানাই, শেষ বয়সে ভোগ করবো। কিন্তু ভাগ্যের লিখন সবসময় যে পক্ষে যায় না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে ফ্যাসাদে দাফন-কাফনেই দেরি হবে অনেকের। অনেকের ক্ষেত্রে সৃষ্টিকর্তার কাছে সন্তানের দুটো হাতও উঠবেনা কোনদিন। সম্পদের ভাগ কম পেয়েছে বলে আক্ষেপ থাকবে তাদের। কি অদ্ভুত মানবজনম। জীবনের সঙ্গে মৃত্যুর অলিখিত চুক্তি, সারাক্ষণ সঙ্গী করে ঘুরে বেড়াই, কিন্তু সঙ্গীকে ভাবনায় রাখিনা। বেঁচে থাকা খুব কঠিন। সবচেয়ে সহজ মরে যাওয়া। প্রতিটি পদে পদে মৃত্যুকে সঙ্গী করে আমরা উড়ে বেড়াই।

যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফুন নাহার লিমার বোনের মেয়ে লিনা নাহার বলেন, গত মঙ্গলবার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ছয়জন নিহত হন। যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে ক্যানসার আক্রান্ত মাকে অ্যাম্বুলেন্সে তুলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। জাজিরায় আমার নানি, খালা, অ্যাম্বুলেন্স চালক ও হেলপারসহ সবার প্রাণ দিতে হয়। এ ঘটনা শোনার পর পরিবার ও স্বজনরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।

নিহত জাহানারা বেগমের মেয়ে শিল্পী আক্তার জানান, তার মায়ের ক্লোন ক্যানসার ছিল। গত সোমবার রাতে ব্রেইন স্ট্রোক করায় তার মাকে প্রথমে বরিশালের বেলভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই মাকে নিয়ে ঢাকায় রওয়ানা হন তার বোন (লিমা)সহ স্বজনরা। পথে জাজিরার পদ্মা সেতু প্রান্তে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তারা। তিনি বলেন, আমার বাবা ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন। চিকিৎসা করাতে এসেছিল লিমা। চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু লিমা আর মায়ের যুক্তরাষ্ট্রে যাওয়া হলো না। এই শোক আমরা কী করে বহন করব।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের তথ্য বলছে, ২০২২ সালে সারাদেশে সড়কপথে ৫ হাজার ৭০টি দুর্ঘটনায় ৫ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেলপথে ২৫৬টি দুর্ঘটনায় ২৭০ জন এবং নৌপথে ৭৭টি দুর্ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গেল বছর সড়ক, রেল ও নৌপথে ৭ হাজার ২৪টি দুর্ঘটনায় ৮ হাজার ১০৪ জনের মৃত্যু এবং ৯ হাজার ৭৮৩ জন আহত হয়েছেন। এ ছাড়া অপ্রকাশিত তথ্য ও হাসপাতালে ভর্তির পর এবং হাসপাতাল থেকে রিলিজের পর আনুমানিক ১ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে। গত বছর সবচেয়ে বেশি ৬৭৫ জনের মৃত্যু হয়েছে মার্চে এবং সবচেয়ে কম ৩৭৪ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আইন তো অনেক আছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয় কিনা সেটা নিশ্চিত করতে হবে। এজন্য পুলিশকে অ্যাকটিভ হতে হবে। বিদেশে দেখেন রাস্তায় এতো মানুষ, এতো গাড়ি-কেউ কিন্তু আইন ভাঙে না, কারণ পুলিশ অনেক টাকা জরিমানা করে। আসলে ভয় দেখানোর মতো আইন প্রয়োগ করলে শৃঙ্খলা আপনা আপনি আসবে।

হাইওয়ে পুলিশ ফরিদপুর সার্কেলের এএসপি মারুফ হাসান বলেন, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু। আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সুরতহাল শেষে লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দিই। যেহেতু অ্যাম্বুলেন্সে থাকা সবাই মারা গেছেন তাই প্রাথমিকভাবে ধারণা করছি অ্যাম্বুলেন্স চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল অথবা ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মহাসড়কের উভয় পাশে ১০ মিটার খালি রাখার বিধান বাস্তবায়ন করতে হবে। না হলে দুর্ঘটনা বাড়বেই। তা ছাড়া সর্বত্র মৃত্যুজাল। জল-স্থল-আগুন এমনকি মানুষের কাছেও মানুষ নিরাপদ নয়। মৃত্যুজালে জীবন। সড়ক দুর্ঘটনায় মানুষ থেকে লাশ হচ্ছে প্রতিনিয়তই। তবুও মানুষের মধ্যে সচেতনা নেই। সড়ক আইন মেনে কেউ পথ চলছে না।

যেসব কারণে সড়ক দুর্ঘটনা হয়: ১. বেপরোয়া গতি; ২. বিপদজনক অভারটেকিং; ৩. রাস্তা-ঘাটের ত্রুটি; ৪. ফিটনেসবিহীন যানবাহন; ৫. যাত্রী ও পথচারীদের অসতর্কতা; ৬. চালকের অদক্ষতা; ৭. চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার; ৮. মাদক সেবন করে যানবাহন চালানো; ৯. রেলক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা; ১০. রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা; ১১. ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ; ১২. ছোট যানবাহন বৃদ্ধি; ১৩. সড়কে চাঁদাবাজি; ১৪. রাস্তার পাশে হাট-বাজার এবং ১৫. ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো।

উল্লেখ্যে, নিহত জাহানারা বেগম পটুয়াখালীর বাউফল উপজেলার আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী। আর লুৎফুন্নাহার লিমা তাদের মেয়ে। ২০১০ সালে বাবার কাছে যান লিমা। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার লিমা সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করছিল। মা গ্রামের বাড়িতেই থাকতেন। মায়ের চিকিৎসা করাতে লিমা তিন মাস আগে দেশে আসে। চিকিৎসা করিয়ে কিছুটা সুস্থ করে মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা ছিল তার।

এবি/ জিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের রূপকার, চতুর্থবারের মতো অত্যন্ত জনপ্রিয় ও সফল

বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর ছোড়া

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ১৯৮০ সালের রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত

শাস্তির মুখোমুখি হচ্ছেন এমরান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য

ঈদ যাত্রায় চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

  ২৩ জুন হতে ৩ জুলাই পর্যন্ত মিতালী ও মৈত্রী এক্সপ্রেস বন্ধ   যাত্রী ভোগান্তি কমাতে নানাবিধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি

৮৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১ শতাংশ

সম্পর্কের অবনতির বিষয়ে ব্লিঙ্কেনকে সতর্ক করেছে চীন

৫৮ বছর বয়সে মাঠে নামছেন বিশ্বকাপজয়ী রোমারিও

তাপমাত্রা মোকাবিলায় যা করছে হিট অফিসার

মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক সম্মেলনে যোগ দিলেন তথ্য প্রতিমন্ত্রী

তীব্র দাবদাহ অব্যাহত, রেকর্ড ভাঙল ৭৬ বছরের

এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী

২৬ জেলার ওপর দিয়ে তাপদাহ অব্যাহত থাকতে পারে

তৃণমূলের দুর্নীতি ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে: মোদি

বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

টানা দুই হারে সিরিজ খোয়ানোর শঙ্কায় পাকিস্তান

ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস

পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচারবিভাগ নিয়ে কথা বলা বারণ ইমরান খানের

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, কান্না যেন থামছেই না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

কাঠফাটা রোদে ত্বক পুড়ে যাচ্ছে? ঠান্ডা দুধ লাগিয়ে পাবেন সমাধান

দিল্লির দাসত্ব গ্রহণের জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি: ফারুক

ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয়: ফখরুল