ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অধ‍্যাপক ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করবেন

ড. মাহাথির মোহাম্মাদ
রানা এস এম সোহেল
২৮ এপ্রিল ২০২৫, ১২:২২
আপডেট  : ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

গত ২১/০৪/২০২৫, সোমবার, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে নিজ দপ্তরে ড. মাহাথির মোহাম্মাদ বাংলাদেশের দৈনিক পত্রিকা দৈনিক আমার বার্তা'কে সমসাময়িক আন্তর্জাতিক বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন । এটি বাংলাদেশের কোনো পত্রিকায় দেয়া তার প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক আমার বার্তার কূটনৈতিক প্রতিবেদক রানা এস এম সোহেল ।

সাক্ষাৎকারটি সম্পূর্ণ প্রকাশ করা হলো :

আমার বার্তা : আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?

ড. মাহাথির : ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ।

আমার বার্তা : স্যার, রাজনীতিতে আপনার সম্পৃক্ততা কিভাবে হলো ?

ড. মাহাথির : আমি যখন একজন স্কুল বয় ছিলাম তখন ব্রিটিশ আমার দেশকে দখল করে নিতে চেয়েছিল, তারা আমার এই সুন্দর দেশকে ব্রিটিশ কলোনি বানাতে চেয়েছিল। তখন আমি এর বিরুদ্ধে যে বিশাল প্রতিবাদ অনুষ্ঠিত হয় তাতে অংশগ্রহণ করি। সেই থেকে আমার রাজনৈতিক জীবন শুরু।

আমার বার্তা : আপনার একটি দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। রাজনীতি এবং পারিবারিক জীবন এত সুন্দর করে কিভাবে পরিচালনা করেন?

ড. মাহাথির : আমার পরিবার জানে যে আমাকে রাজনীতিতে প্রচুর ব্যস্ত সময় পার করতে হয়। তারা এ ব্যাপারে কোনো সমস্যাই তৈরি করেনি কখনো । বরং তারা এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করে এবং আমাকে উৎসাহ যোগায় ।

আমার বার্তা : রাজনীতিতে সফল হওয়া এবং খ্যাতির চূড়ান্ত শিখরে যাওয়া সবার পক্ষেই সম্ভব হয় না, সঙ্গে দেশের জন্য এতকিছু করাও কঠিন । আপনি কিভাবে এত সফল হলেন এবং মালয়েশিয়াকে সমৃদ্ধশালী, উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করলেন ।

ড. মাহাথির : এর মূল কারণ হলো, রাজনীতিতে নিজের জন্য টাকা উপার্জন করা মূল লক্ষ্য উচিত না হওয়া । সবার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণ । জনগণের সেবা করা জনগণকে সুস্পষ্ট ওয়াদা করা এবং সেই ওয়াদা পরিপূর্ণভাবে পালন করা । নিজেকে উন্নতি না করা এবং নিজেকে নিয়ে না ভাবা । আমি দেশের জনগণের জন্য ঠিক এই কাজটি করেছি । তাই মালয়েশিয়া আজকের বিশ্বে একটি শক্তিশালী অর্থনীতির দেশ ।

আমার বার্তা : আপনার জীবনের দীর্ঘ রাজনৈতিক সময়ের কোন অংশকে আপনার সোনালী সময় বলে মনে করেন ।

ড. মাহাথির : আমি বলবো যে আমার পুরো প্রধানমন্ত্রিত্বকালীন সময়। মালয়েশিয়া একটি বহু জাতিগত, বহু ধর্মীয় রাষ্ট্র এবং এই ধরনের রাষ্ট্র বিভিন্ন জাতিগত সহিংসতার সম্মুখীন হয়ে থাকে বেশি। সৌভাগ্যবশত যখন আমি প্রধানমন্ত্রী ছিলাম তখন এ ধরনের তেমন কোনো দ্বন্দ্ব সংঘাত এর ঘটনা ঘটেনি । তবে কয়েকটি ব্যতিক্রম ছিল। আমরা আলোচনা-মতামতের ভিত্তিতে কোনো সহিংসতা এমনকি র‍্যালি বা রাস্তায় কোনো প্রতিবাদ ছাড়াই তা প্রতিরোধ করতে পেরেছি ।

আমার বার্তা : আপনার প্রথম প্রধানমন্ত্রিত্ব কালীন সময়ে কি কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে এবং কিভাবে সেসব মোকাবেলা করে মালয়েশিয়াকে আবার সঠিক পথে নিয়ে এসেছেন ?

ড. মাহাথির : আসলে অনেক চ্যালেঞ্জ ছিল । আমি একজন প্রশিক্ষিত ডাক্তার ফাইন্যান্সের বা অর্থনীতিবিদ নই। কিন্তু যখনই আমি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতাম দেশের সংশ্লিষ্ট বিষয়ের দক্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিভাবে তা মোকাবেলা করতে হবে তার সমাধান বের করতাম ।

আমার বার্তা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। আপনি কি মনে করেন, এটি শিগগিরই শেষ হবে বা এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে ?

ড. মাহাথির : হ্যাঁ, এর সম্ভাবনা রয়েছে ।খুব সহজভাবে বোঝা যায় যে ,উদাহরণস্বরূপ, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী দেশ এবং অস্ত্র তখনই ভালো বিক্রি হয় যখন যুদ্ধ চলমান থাকে । আমেরিকার ব্যবসার জন্য যুদ্ধ একটি ভালো উপায় । তারা রাশিয়া ইউক্রেনকে যুদ্ধের উস্কানি দিচ্ছে অপরদিকে চীন-তাইওয়ানকেও যুদ্ধের দিকে উসকানি দিচ্ছে । এভাবেই আমেরিকা ইরাক আক্রমণ করেছিল । সঙ্গে ইরাক-ইরান যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। যুদ্ধ তাদের জন্য খুব ভালো একটি আয়ের উৎস। তাছাড়া আমেরিকা অস্ত্রের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশও বটে ।

আমার বার্তা : আমরা জানি যে আপনি সবসময় ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সরব থাকেন, কথা বলেন, এই বিষয়ে আপনি এখন কি বলবেন ।

ড. মাহাথির : এটি খুব নিষ্ঠুর, অমানবিক। এটি কোনোভাবেই সভ্যতার সঙ্গে যায় না ।ইসরাইলরা যা করছে তা ধ্বংসযজ্ঞ । তারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে ।তাদের চিন্তা এবং তাদের ইচ্ছা হলো গাজা দখল করা । ইতোমধ্যে ৬০ হাজার গাজাবাসীকে হত্যা করেছে, বহু সাধারণ জনগণকে ব্যাপক বিধ্বংসী বোমার মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।সবকিছুই ইসরাইল করছে যেন গাজাবাসী গাজা ত‍্যাগ করে অন্য কোনো দেশে চলে যায় এবং ইসরাইল তা দখল করে তাদের অংশ করে নিতে পারে ।

আমার বার্তা : স‍্যার, আপনি কি মনে করেন মুসলিম বিশ্বের নেতাগণ হস্তক্ষেপ করলে গাজার এই হত্যাযজ্ঞ অনেক আগেই থেমে যেত অথবা তাদের স্বদিচ্ছার অভাব রয়েছে ?

ড. মাহাথির : আমাদের একটি সংগঠন রয়েছে, ওআইসি । এর সদস্য সংখ্যা ৫০ । ওআইসি এর নীতিমালায় রয়েছে যে যদি এর কোনো সদস্য রাষ্ট্র কোনো বিষয়ে একমত না হয় তাহলে সে বিষয়ে ওআইসি এর আর কোনো এখতিয়ার থাকবে না এবং ওআইসি তে এ বিষয়ে এখনও কোনো ঐকমত্য হয়নি । কেননা প্রত্যেক দেশেরই তাদের নিজস্ব পলিসি রয়েছে সেই সঙ্গে অনেক দেশই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তারা আমেরিকা এবং ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় যদিও তাদের মুসলমান ভাইবোনরা ইসরাইল কর্তৃক হত্যার শিকার হচ্ছে ।

আমার বার্তা : আমরা জানি যে, আপনার বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনি তাকে কি কোনো পরামর্শ দিতে চান যা বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করবে ?

ড. মাহাথির : আমি মনে করি অধ্যাপক ইউনূস খুব ভালো করেই জানেন এজন্য কি করতে হবে । তিনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি । তিনি বহুবার মালয়েশিয়া এসেছেন । আমরা বহুবার বহু বিষয়ে আলাপ করেছি ।আমি সম্পূর্ণ নিশ্চিত যে তার সকল সক্ষমতা আছে বাংলাদেশকে আবার সমৃদ্ধশালী দেশে পরিণত করার ।

আমার বার্তা : স‍্যার, মালয়েশিয়ার অর্থনীতি এবং ডেভেলপমেন্টে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক অবদান রয়েছে । আপনার গত প্রধানমন্ত্রিত্বের সময় বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়া কাজের ভিসা পাওয়ার জটিলতা নিয়ে যথেষ্ট অবদান রেখেছেন এবং সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হিমের ঢাকা শহরে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্যার সমাধান হবে ।আমর কিভাবে এই সমস্যা সহজতর উপায়ে সমাধান করতে পারি ?

ড. মাহাথির : আমরা খুব বেশি পরিমাণে বিদেশের শ্রমিক মালয়েশিয়ায় আসতে দেয়ার পক্ষে নই শুধু বাংলাদেশি না এটা সবার জন্যই প্রযোজ্য । তাদের জন্য চাকরি ও নেই সব জায়গায়, মাঝে মাঝে তারা চাকরি পেতে সমস্যার সম্মুখীন হয়, মাঝে মাঝে তারা স্থানীয়দের ব্যবসায় ভাগ বসায় । যেটা তাদের জন্য উচিত নয়। কেননা তাদের এখানে ব্যবসা করার অনুমতি নেই । আমাদের সব দেশের জন‍্যই একটি সুনির্দিষ্ট সংখ্যক কোটা নির্ধারিত রয়েছে এবং ২০ লক্ষ বাংলাদেশি কাজ করছে যা পর্যাপ্তের তুলনায় অধিক ।

আমার বার্তা : ধন্যবাদ স্যার । আপনার মূল্যবান সময়ের জন্য এবং বিভিন্ন বিষয়ে আপনার মূল্যবান মতামতের জন্য

ড. মাহাথির : আপনাকে স্বাগতম।

-মাহাথির বিন মোহাম্মদ ১৯২৫ সালের ১০ জুলাই মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর আলোর সেতারে জন্মগ্রহণ করেন ।

-তিনি মালয়েশিয়ার চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী ।

-তিনি দুই বার মিলে মোট চব্বিশ বছর দীর্ঘ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ।

-মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার জনক

-রাজনীতিতে যোগ দেয়ার পূর্বে তিনি একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন ।

- মুসলমানদের অত‍্যাচারের বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করছেন।

আমার বার্তা/জেএইচ

মিরপুর বিআরটিএতে দালালি ও অপকর্মে আনসার কমান্ডার ফারুক জড়িত

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে দালালদের পাশাপাশি অপকর্মে জরিত নিরপত্তার দ্বায়িত্বে থাকা আনসার কমান্ডার মো. ফারুক। তার

রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের

শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন আনার প্রবণতা বাড়ছে। এক শ্রেণির দেশি-বিদেশি

হাসিনার ঘনিষ্ঠ সুফিউর কেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মডেল মেঘনা

নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করল ডিএসসিসি

বাণিজ্য লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

দুর্বল ব্যাংক ব্যাবস্থাপনায় বাড়তি ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

সারাদেশে বজ্রপাতে একদিনে ১১ জনের প্রাণহানি

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন চাল দেশে এসেছে

পাবনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

রাশিয়াকে ইউক্রেনীয় সৈন্য মুক্ত করার অভিযানকে ‘পবিত্র মিশন’ বললেন কিম

যশোরে গৃহবধূকে হত্যা, লাপাত্তা স্বামী-সতিন

ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

মিরপুর বিআরটিএতে দালালি ও অপকর্মে আনসার কমান্ডার ফারুক জড়িত

দেশে নিষিদ্ধ হলো পিরানহা ও পাকু মাছ চাষ

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

রাশিয়ার সীমান্ত অঞ্চলে শতাধিক ড্রোন হামলা করেছে ইউক্রেন: মস্কো

ইসরায়েল গাজা ও লেবাননের উপর আগ্রাসন বন্ধ করবে কবে?

মার্চে মোট ৪৪২ নারী ও শিশু নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ

আত্মসমর্পণের পর মুচলেখায় জামিন পেলেন বাসস এমডি

ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন: সংস্কৃতি উপদেষ্টা