ই-পেপার বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২

যে দুই শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি পাকিস্তান

আমার বার্তা অনলাইন
০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবী জানিয়েছিল হাইব্রিড মডেলে এ টুর্নামেন্ট আয়োজনের। নানা টালবাহানার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ দাবী মেনে নিতে রাজি হয়েছে।

তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও দুইটি শর্ত দিয়েছে পিসিবি। এ দুই শর্ত মানলেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পিসিবি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান অবজার্ভার।

বিসিসিআই বেশ আগে থেকেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবী করে আসলেও তাতে একেবারেই রাজি ছিল না পিসিবি। এমনকি প্রয়োজনে ভারতকে বাদ দিয়ে হলেও নিজেদের ঘরের মাঠেই সবগুলো ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী ছিল পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত কোথায় কিভাবে আয়োজিত হবে তা নিয়ে লম্বা সময় ধরেই চলছিল আলোচনা। এমনকি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, শেষ পর্যন্ত পাকিস্তান যদি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে রাজি না হয় তাহলে দেশটি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিবে আইসিসি। এমনকি পাকিস্তানকে বাদ দিয়েই তৃতীয় কোনো দেশে এ টুর্নামেন্ট আয়োজিত হতে পারে এমন খবর জানা গিয়েছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

এদিকে পাকিস্তান অবজার্ভারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শেষ পর্যন্ত দুই শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পিসিবি। শর্ত দুইটি হলো, (১) আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং (২) ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।

পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচগুলোই আয়োজিত হবে পাকিস্তানে, শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। তবে ভারত যদি ফাইনালে যেতে না পারে তবেই কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। আর ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারলে ম্যাচটি সংযুক্ত আরাব আমিরাতে হবে বলে ধারণা করা হচ্ছে।

গত দেড় দশক ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করে না ভারত। এ দুই দেশের একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় কেবল আইসিসি কিংবা এসিসির ইভেন্টগুলোতেই। এদিকে পিসিবির শর্ত অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে ভবিষ্যতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টগুলোতে খেলতে যাবে না পাকিস্তান। সেই টুর্নামেন্টগুলোও হাইব্রিড মডেলেই আয়োজন করতে হবে যেখানে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশের কর্মকর্তারাই ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা: নিক পোথাসের

বাংলাদেশে বড় চ্যালেঞ্জ হলো, তাদেরকে বুঝতে হবে যখন আমি তাদের দলে যোগ দিই তখন তারা

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখল মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, যা বলছে আইসিসি

দীর্ঘ নাটকীয়তার পর ডিসেম্বরের শেষ নাগাদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়েছিল। এর আগপর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম

দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা

নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নিবে ইবি প্রশাসন

ছাত্রহত্যার অর্থ জোগান দাতা পলকের সিন্ডিকেটের সদস্য রক্তিম গ্রেপ্তার

আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: মঈন খান

বাংলাদেশের কর্মকর্তারাই ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা: নিক পোথাসের

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কি না ভাবতে হবে

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিদের জন্য সুখবর

পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার

সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে

দেশের ৬৮ ভাগ বাস-ট্রাক চালক কানে শোনেন না: পরিবেশ উপদেষ্টা

সকালে জিরা ও হলুদ মেশানো পানি পান করবেন যে কারণে

আইডব্লিউপিজির বার্ষিক সভায় শান্তি প্রতিষ্ঠার পথে নারীদের দৃঢ় অঙ্গীকার

রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের রেকর্ড

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি

খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত