ই-পেপার মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

যে দুই শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি পাকিস্তান

আমার বার্তা অনলাইন
০১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি ছিল ভারতের। এ কারণে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবী জানিয়েছিল হাইব্রিড মডেলে এ টুর্নামেন্ট আয়োজনের। নানা টালবাহানার পর অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ দাবী মেনে নিতে রাজি হয়েছে।

তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও দুইটি শর্ত দিয়েছে পিসিবি। এ দুই শর্ত মানলেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পিসিবি, এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান অবজার্ভার।

বিসিসিআই বেশ আগে থেকেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবী করে আসলেও তাতে একেবারেই রাজি ছিল না পিসিবি। এমনকি প্রয়োজনে ভারতকে বাদ দিয়ে হলেও নিজেদের ঘরের মাঠেই সবগুলো ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী ছিল পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ পর্যন্ত কোথায় কিভাবে আয়োজিত হবে তা নিয়ে লম্বা সময় ধরেই চলছিল আলোচনা। এমনকি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, শেষ পর্যন্ত পাকিস্তান যদি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে রাজি না হয় তাহলে দেশটি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিবে আইসিসি। এমনকি পাকিস্তানকে বাদ দিয়েই তৃতীয় কোনো দেশে এ টুর্নামেন্ট আয়োজিত হতে পারে এমন খবর জানা গিয়েছিল ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

এদিকে পাকিস্তান অবজার্ভারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শেষ পর্যন্ত দুই শর্তে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পিসিবি। শর্ত দুইটি হলো, (১) আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং (২) ২০৩১ সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে, সেগুলোও হাইব্রিড মডেলে হতে হবে।

পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচগুলোই আয়োজিত হবে পাকিস্তানে, শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। তবে ভারত যদি ফাইনালে যেতে না পারে তবেই কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। আর ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারলে ম্যাচটি সংযুক্ত আরাব আমিরাতে হবে বলে ধারণা করা হচ্ছে।

গত দেড় দশক ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করে না ভারত। এ দুই দেশের একে অপরের বিপক্ষে খেলতে দেখা যায় কেবল আইসিসি কিংবা এসিসির ইভেন্টগুলোতেই। এদিকে পিসিবির শর্ত অনুযায়ী, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে ভবিষ্যতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টগুলোতে খেলতে যাবে না পাকিস্তান। সেই টুর্নামেন্টগুলোও হাইব্রিড মডেলেই আয়োজন করতে হবে যেখানে পাকিস্তানের ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।

আমার বার্তা/জেএইচ

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার