ই-পেপার বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩২

হারের বৃত্তে ম্যানসিটি, উড়ছে লিভারপুল

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২

ইংলিশ প্রিমিয়ার লিগে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। টানা সাত ম্যাচে জয় তুলতে পারেনি গার্দিওয়ালার শিষ্যরা। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী লিভার পুলের কাছে হেরেছে সিটিজেনরা। এতে প্রিমিয়ার লিগের শিরোপার রেস থেকে অনেকটা দূরে সরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে উড়ছে লিভারপুল।

রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে লিভাপুলের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে গোল করেন কোডি হাকপো এবং মোহামেদ সালাহ।

এদিন ম্যাচের শুরু থেকেই সিটির ওপর শুরু থেকেই প্রবল চাপ তৈরি করে লিভারপুল। একাদশ মিনিটে প্রায় গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। দোমিনিক সোবোসলাইয়ের কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড বাধা পায় পোস্টে। তবে, ৬০ সেকেন্ডের মধ্যেই গোল করে ওই হতাশা মুছে ফেলে লিভারপুল। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে দূরের পোস্টে বল বাড়ান সালাহ, সেই বাড়ানো বলই জালে পাঠান হাকপো।

ম্যাচের প্রথম ২০ মিনিট এলোমেলো হয়ে থাকার পর পাল্টা আক্রমণের চেষ্টা করতে থাকে সিটি। বল দখলে রাখায়ও মনোযোগী হয় তারা, যদিও বিরতির আগে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি দলটি। নিজের ছায়া হয়ে থাকা আর্লিং হলান্ড ২৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের মুখে গিয়ে বল হারিয়ে ফেলেন।

প্রথম ৪৫ মিনিটে লিভারপুল যেখানে গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে, সেখানে সিটি এই সময়ে একটি শট নিতে পারলেও সেটা লক্ষ্যে ছিল না। এতে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর সিটির খেলার ধার কিছুটা বাড়ে। যদিও উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। ৭৪তম মিনিটে বক্সে দারুণ পজিশনে বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন হাকপো।

সিটির আত্মবিশ্বাসে আঘাত লাগে ৭৭তম মিনিটে। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে লিভারপুল। একা বক্সে ঢুকে পড়া লুইস দিয়াসকে ছুটে এসে ফাউল করেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করলেও এবার ঠিকই গোল পেয়েছেন সালাহ। দারুণ শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন মিশরের স্ট্রাইকার। লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচেই গোল পেলেন সালাহ। এবারের আসরে তার গোল সংখ্যা ১১।

ম্যাচের ৮৩তম মিনিটে সুযোগ পান কেভিন ডে ব্রুইনে। কিন্তু একরাশ হতাশা উপহার দেন তিনি। প্রতিপক্ষের দুর্বল শট বাধা পায় ডে ব্রুইনের পায়ে, বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের গায়ে মারেন বেলজিয়ান মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠে ছাড়ে লিভারপুল।

এতে লিগে টানা চারটি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে জয় বঞ্চিত ম্যানসিটি। এর মধ্যে ছয়টিতেই পরাজিত তারা।

প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। চতুর্থ স্থানে ব্রাইটন এবং ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানসিটি।

বাংলাদেশের কর্মকর্তারাই ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা: নিক পোথাসের

বাংলাদেশে বড় চ্যালেঞ্জ হলো, তাদেরকে বুঝতে হবে যখন আমি তাদের দলে যোগ দিই তখন তারা

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

নেপালকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ধরে রাখল মেয়েরা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে

জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত, যা বলছে আইসিসি

দীর্ঘ নাটকীয়তার পর ডিসেম্বরের শেষ নাগাদ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়েছিল। এর আগপর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রহত্যার অর্থ জোগান দাতা পলকের সিন্ডিকেটের সদস্য রক্তিম গ্রেপ্তার

আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: মঈন খান

বাংলাদেশের কর্মকর্তারাই ক্রিকেটের উন্নয়নে বড় সমস্যা: নিক পোথাসের

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কি না ভাবতে হবে

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে আন্দোলনকারীরা

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

বিদেশি মিশনে কর্মরত বাংলাদেশিদের জন্য সুখবর

পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার

সাবেক মেয়র আতিক তিন দিনের রিমান্ডে

দেশের ৬৮ ভাগ বাস-ট্রাক চালক কানে শোনেন না: পরিবেশ উপদেষ্টা

সকালে জিরা ও হলুদ মেশানো পানি পান করবেন যে কারণে

আইডব্লিউপিজির বার্ষিক সভায় শান্তি প্রতিষ্ঠার পথে নারীদের দৃঢ় অঙ্গীকার

রেমিট্যান্স পাঠানোয় ইতালি প্রবাসীদের রেকর্ড

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি

খালেদা জিয়ার চিকিৎসা ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত

যুদ্ধবিরতি কার্যকর করে এবার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনায় ট্রাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের মরদেহ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান