ই-পেপার বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাসে পর্যটক আর জেলেরা

আমার বার্তা অনলাইন:
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩
আপডেট  : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। জুন, জুলাই ও আগস্ট মাসে প্রজনন মৌসুমে পর্যটক ও জেলেদের প্রবেশ বন্ধ থাকায় সজীব হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটি। নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের জেলে, বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে স্বস্তি।

নিষেধাজ্ঞার সময়ে বিশ্রাম নিয়ে যেন নতুন সাজে সেজেছে সুন্দরবন। ঘন সবুজে ঢাকা গেওয়া, গোলপাতা, সুন্দরী ও কেওড়া গাছের সারি মনোমুগ্ধকর রূপে সাজিয়েছে বনটিকে। করমজল, হারবাড়িয়া, কটকা, দুবলা, কচিখালী, নীলকমল, কালাবগী ও শেখেরটেকসহ সব পর্যটন কেন্দ্র নতুনভাবে প্রস্তুত। নদীর জোয়ার-ভাটার খেলায় পানির রঙে আভা খেলে যায়, ভোরের কুয়াশায় ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকে রহস্যময় দৃশ্য।

ঝাঁকে ঝাঁকে চিত্রা হরিণের অবাধ বিচরণ, বনের ভেতর থেকে ভেসে আসা হুতুম পেঁচার ডাক, গাছের ডালে ডালে রঙিন পাখির কিচিরমিচির পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে বিরল প্রজাতির রয়েল বেঙ্গল টাইগারেরও। পাশাপাশি গাঙচিল, মাছরাঙা, বক, কর্কশ ডাকের কাকাতুয়া থেকে শুরু করে বিভিন্ন পাখির সান্নিধ্যে জেগে ওঠে পুরো বন।

নিষেধাজ্ঞা শেষে পর্যটন মৌসুমকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে জাহাজ, লঞ্চ, ট্রলার ও স্পিডবোট। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, এবার মৌসুমে দেশি-বিদেশি ভ্রমণকারীর সংখ্যা আরও বাড়বে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, ‘আমরা পর্যটকদের স্বাগত জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পরিবেশ রক্ষায় বন বিভাগের নির্দেশনা মেনে চলা হচ্ছে। ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নৌযানগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।’

নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পেরে কষ্টে ছিলেন জেলেরা। এখন তারা নতুন আশায় বনে ফিরতে প্রস্তুত।

খুলনার দাকোপের জেলে নুর ইসলাম বলেন, তিন মাস আয়-রোজগার একেবারেই বন্ধ ছিল। ঋণ করে সংসার চালাতে হয়েছে। এখন আবার নদীতে নামতে পারবো—এই স্বস্তিই বড়।

একইভাবে সাতক্ষীরার জেলে শিরাজুল গাজী বলেন, নৌকা আর জাল মেরামত করেছি। এবার মাছ পেলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো।

সুন্দরবন বন বিভাগের খুলনা রেঞ্জের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে বন ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব পড়েছে। হরিণ ও অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে মাছ ও কাঁকড়ার প্রজননও সুরক্ষিত হয়েছে। পর্যটক ও জেলেদের প্রবেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবেশ রক্ষা, বর্জ্য নিয়ন্ত্রণ ও জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে কড়াকড়ি আরোপ করা হবে।

প্রতিবছর প্রায় দুই লাখ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে ভ্রমণে আসেন। এ খাত থেকে বছরে চার কোটি টাকারও বেশি রাজস্ব আয় করে বন বিভাগ। পাশাপাশি মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জীবিকা নির্ভর করে এই বনের ওপর।

পরিবেশবিদরা বলছেন, পর্যটন বাড়লেও পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। বনের ভেতর প্লাস্টিক ব্যবহার, শব্দ দূষণ, এবং নির্বিচারে কাঠ সংগ্রহ বন্ধ না হলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই তারা সবাইকে দায়িত্বশীল ভ্রমণের আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে নতুন মৌসুমে সুন্দরবন খুলে দেয়ায় জেলে, বনজীবী ও পর্যটকদের জন্য সুযোগ সৃষ্টি হলেও প্রকৃতির এই অনন্য সম্পদ রক্ষায় সতর্কতা ও সচেতনতা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

বিআইডব্লিউটিএতে অবৈধভাবে দুইশত কোটি টাকার মালিক হয়েও বীর দর্পে শাহজাহান

দূদকে একাধিক অভিযোগ তবুও ব্যবস্থা নেই।  নিজ নামে, স্ত্রী লিমা তাবাসসুমের নামে ও নিকট আত্মীয়ের নামে

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান, স্থানীয় নেতৃত্বে জোর

জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন আলোচকরা। অনুষ্ঠানে জলবায়ু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়া এবং স্থানীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দুবাইয়ে ‘বিপজ্জনক’

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে আরব আমিরাতের দুবাই। বাতাসের মান ১৩৭

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে গরমের তীব্রতা বেড়েছে। তবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

সব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

সচিবহীন শ্রম মন্ত্রণালয়, দপ্তরগুলোর কার্যক্রম স্থবির

হজের নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর, বাড়বে না সময়: ধর্ম মন্ত্রণালয়

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট সমস্যা থাকলে সমাধান করব

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকের তথ্য জানানো হতো না আইজিপিকে

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন

জনমতের পাল্টা হাওয়া, পতনের মুখে মোদির জনপ্রিয়তা: সমীক্ষা

গাজা পরিচালনায় বিশেষজ্ঞদের নেতৃত্বে স্বাধীন প্রশাসন গঠনে রাজি হামাস

নতুন টেলিকম নীতির অনুমোদন দিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জনসমুদ্র

জাতির সেবায় আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য সবসময় প্রস্তুত: মহাপরিচালক

কুড়িয়ে পাওয়া সুযোগ থেকে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন

নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

বিসিবি নির্বাচনে অংশ নেবেন না আকরাম খান

রাবিতে শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে: উপাচার্য

স্টার্টআপ অর্থায়নে নতুন কোম্পানি, শঙ্কা উদ্যোক্তাদের

শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা এখনো প্রশাসনে সক্রিয় : রিজভী

শেয়ারবাজারে বিনিয়োগের পাশাপাশি কৌশল এবং টুলস জানতে হবে