কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহের নাসিরাবাদ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।