টঙ্গীতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট। এছাড়াও এখানে নির্মাণ করা হবে আধুনিক একটি ফায়ার স্টেশন।
আজ শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ১৯৬২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুকূলে অধিগ্রহণ করা ৬০০ কোটি টাকা মূল্যের ৮ একর জমি, যা এতদিন জবর দখলে ছিল। সে জমি জবরদখল থেকে উদ্ধার শেষে, ওই জমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে এসে এসব কথা বলেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার নাজনীন শামীম মুজিব, প্রকল্পের ডিপিডি বুলবুল আহমেদ, সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান মুরাদ, সহকারী প্রকৌশলী নুরুল হুদা, রবিউল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুবুদ্দিন প্রমুখ