যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গতকাল শুক্রবার দুপুরে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিজি) বদরুজ্জামান জিল্লু বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. আলমগীর, হোসেন মোহাম্মদ, মোছা. নাজমা বেগম, মোছা. সাথী আক্তার ও মোছা. সালমা বেগম।
বদরুজ্জামান জিল্লু বলেন, গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও গোয়েন্দারা পাঁচ জনকে গ্রেপ্তার করে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।