গুলিস্তান গোলাপ শাহ মাজারের পশ্চিম পাশের রাস্তায় গতকাল সোমবার বেলা ১২টার দিকে বাসের ধাক্কায় আব্দুল আলী (৬৫) নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আকিব আলী জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকেন। আগে ব্যবসা করলেও বর্তমানে তেমন কিছুই করতেন না তার বাবা আব্দুল আলী।
তিনি আরো জানান, সকালে দিকে বাবা বাসা থেকে বের হন। পরে দুপুর খবর পান গুলিস্তানে বাসের ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দুর্ঘটনা সম্পর্কে এর বেশি কিছু জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।