রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার ভোরে সাত হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি রানা হাওলাদার (৩৫) ও জনি (৩৪)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনামুল কবীর শোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ সাড়ে ৬২ হাজার টাকা।
আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।