রাজধানীর বনানী এলাকা থেকে ৫৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মো. হাসান (২৯)কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র্যাব-৩)। তার গ্রামের বাড়ি ভোলার সদর থানা এলাকার সাচিয়া গ্রামে।
গতকাল বুধবার বিকেলে র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, মাদক কারবারি চক্রের সদস্য হাসান বনানীতে তার বাসায় বিদেশি মদ মজুদ করে রেখেছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দিনগত রাতে ওই বাসায় অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
বীণা রানী দাস বলেন, আটক হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বনানী এলাকাসহ বিভিন্ন স্থানে বিদেশি মদ বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।