শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক, সিঙ্গার বিডি, ঢাকা ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও লাভেলো আইসক্রিম।
কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের ২৩ এপ্রিল বেলা ১১টায়, ঢাকা ইন্স্যুরেন্সের ২০ এপ্রিল দুপুর ২:৩০ মিনিটে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ২০ এপ্রিল দুপুর ২:৩০ মিনিটে, সিঙ্গার বিডির ১৯ এপ্রিল দুপুর আড়াইটায় এবং লাভেলো আইসক্রিমের বোর্ড সভা ১৯ এপ্রিল দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক, ঢাকা ইন্স্যুরেন্স ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এছাড়া সিঙ্গার বিডি ও লাভেলো আইসক্রিমের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।