সব দোকানে ইএফডি মেশিন না বসানো পর্যন্ত খুচরা ও পাইকারী পর্যায়ে ২ শতাংশ উৎসে কর আদায়ের দাবি জানিয়েছে বাংলদেশ দোকান মালিক সমিতি। ভ্যাট আদায়ে এনবিআরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও করেছে সমিতি। তবে হয়রানি এবং ভ্যাট অনাদায়ে দুই পক্ষের সমান দায় রয়েছে বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ।
ভ্যাট আদায়, পণ্যের মান নিশ্চিতসহ নানা কারণ দেখিয়ে দোকানগুলোতে বিভিন্ন সংস্থার অভিযান পরিচালিত হয়। ভ্যাট আদায়যোগ্য প্রতিষ্ঠানসমূহ ভোক্তা থেকে সরাসরি ভ্যাট আহরণ করার কথা। কিন্তু তা আদায়ে গেলো ৩ বছরে গুটিকয়েক দোকানে ইএফডি মেশিন সরবরাহ করেছে এনবিআর।
জনগণের ভ্যাট যাতে রাষ্ট্রীয় কোষাগারে পৌঁছে সেজন্য যৌথভাবে দুইপক্ষকে এগিয়ে আসার আহবান এনবিআরের সাবেক চেয়ারম্যান।