সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় করার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়; পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আবেদনকারীরা। এ সময় বক্তারা বলেন, তারা এমনিতেই বেকার, আর্থিক সমস্যায় থাকেন।
অনেক বিবাহিত নারী আছেন যাদের সন্তান রয়েছে। সবার জন্য রাজধানীতে গিয়ে পরীক্ষা দেওয়া অনেকটাই খরচের ব্যাপার। আগে এই পরীক্ষা জেলাতেই হতো, এতে কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার হঠাৎ করে রাজধানীতে এই পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছেন বলে জানান পরীক্ষার্থীরা। তারা বলেন, যেহেতু বেকারদের প্রতিনিয়ত এ ধরনের পরীক্ষায় অংশ নিতে হয় তাই জেলা শহরে পরীক্ষা হলে খরচ বাঁচে, ভোগান্তিও কমে।
এসব সমস্যা বিবেচনায় সরকার পরীক্ষার্থীদের নিজ নিজ জেলায় পরীক্ষা দেয়ার ব্যবস্থা করবে এমনটিই প্রত্যাশা করেন চাকরি প্রার্থীরা। এ সময় পরীক্ষার্থী হাসিবুল শেখ, নিকুঞ্জ বিশ্বাস, শিউলী কর্মকার, চন্দ্রা দাস বক্তব্য দেন।