বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন গত ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলেন নিপুণ আক্তার ও ইমন। এবার কাজে ফিরেছেন তারা।
গতকাল নরসিংদীতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন নিপুণ-ইমন। ইমন জানান, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তারা নরসিংদী অবস্থান করছেন। এর মধ্যদিয়ে দীর্ঘদিন পর নিপুণ-ইমন একসঙ্গে কাজ করছেন।
দু’জনে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে-‘মারুফের চ্যালেঞ্জ’ (২০১২), ‘শিউলিমনি’ (২০১২), ‘এই তো ভালোবাসা’ (২০১৩), ‘মায়ের মমতা’ (২০১৪) ও ‘তবুও তুমি আমার’ (২০১৫)।