শাকিলা পারভীনকে দর্শক সাধারণত গানের মডেল হিসেবেই সবচেয়ে বেশি চিনেন জানেন। তাকে নিয়ে নির্মিত কয়েকটি গানের মিউজিক ভিডিওর ভিউ কোটি কোটি। যে কারণে অনেক শিল্পীর যেমন তাকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের আগ্রহ রয়েছে, ঠিক তেমনি অনকে মিউজিক ভিডিও নির্মাতারও আগ্রহ রয়েছে। তবে শাকিলা পারভীন জানান, এখন মিউজিক ভিডিওতে মডেল হওয়ার চেয়ে অভিনয়ে তিনি বেশি মনোযোগ দিয়েছেন।
গত ২৪ মার্চ অভিনেতা নিলয় আলমগীরের নতুন ইউটিউব চ্যানেলে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’তে প্রকাশিত হয় শাকিলা পারভীন অভিনীত ‘বিয়াইনের বিয়ে’ নাটকটি। নাটকটির রচয়িতা রশিদুর রহমান, নির্মাণ করেছেন আদিফ হাসান। এরইমধ্যে নাটকটি ইউটিউবে ১০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আবার চ্যানেলটির পেজ-এ নাটকটি ৮০ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটিতে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন শাকিলা পারভীন। আবার একই চ্যানেলে মোহন আহমেদ রচিত ও প্রতীক আহমেদ পরিচালিত ‘ভাড়াটিয়া বয়ফ্রেÐ’ নাটকও প্রকাশিত হয়েছে গেলো ২৮ মার্চ। এ নাটকটিও চ্যানেলে ৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শাকিলা জানান এখন অনেক নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছেন তিনি। যে কারণে অভিনয়ের প্রতি তিনি এখন বেশি মনোযোগ দেবার চেষ্টা করছেন।
শাকিলা পারভীন বলেন, ‘অনেকতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। অনেক গানের জন্যই সাড়া পাই প্রতিনিয়ত। কিন্তু আমার স্বপ্নই যেহেতু একজন ভালো অভিনেত্রী হওয়া, তাই এখন থেকে অভিনয়ে বেশি মনোযোগ দেবো। চেষ্টা করবো ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এরইমধ্যে বিয়াইনের বিয়ে নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতে যে নাটকগুলো প্রচারের অপেক্ষায় আছে সেগুলো নিয়েও আমি আশাবাদী।’