আজ দেশের নন্দিত উপস্থাপিকা শান্তা জাহানের জন্মদিন। যথারীতি জন্মদিনে বিশেষ কোন আয়োজন নেই তার। রাজধানীর নিকেতনে পরিবারের সঙ্গেই কাটবে দিনটি।
শান্তা জাহান বলেন, ‘জন্মদিনটি আমার কাছে সবসময়ই বিশেষ গুরুত্বপূর্ণ।
কারণ এই দিনটিতেই আমি পৃথিবীতে এসেছি, আমার পরিবার আমার পৃথিবীতে আসা নিয়ে সুখ আর আনন্দ অনুভব করেছিলো। হয়তো আমাকে ঘিরে আমার বাবা মায়ের যে স্বপ্ন ছিলো তা পূরণ করতে পারিনি।
কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছি তাতে আমার মা, আমার পরিবার ভীষণ খুশি। যে পরিবারের সুখের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করি সেই পরিবার সুখে থাকলেই আমার কষ্ট সার্থক। আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। জন্মদিনটি আমি খুউব সাধারণভাবেই উদযাপন করতে পছন্দ করি পরিবার এবং বন্ধু বচান্ধবদের সঙ্গে।’