ইমরানের সঙ্গে এই প্রজন্মের অনেকেই মডেল হিসেবে তার গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কিন্তু এবারই প্রথম তার মৌলিক নতুন গানে মডেল হিসেবে কাজ করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
‘তোমারই আছি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইমরান ও সাবিলা নূর। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গে গানটি গেয়েছেন লাবিবা। গেলো ২৩ এপ্রিল সন্ধ্যায় গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই গানটির জন্য সাড়া পাচ্ছেন ইমরান, লাবিবা এবং প্রথমবার গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়া অভিনেত্রী সাবিলা নূর।
গানটি প্রকাশের পর সাড়া পাওয়া প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘সাবিলা নূরের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। তারসঙ্গে আমার প্রথম কাজ করা। খুব ভালো একজন কো-আর্টিস্ট। একজন ভীষণ সহযোগিতা পরায়ণ শিল্পী। মানুষ হিসেবেও চমৎকার। গানটি প্রকাশের পর থেকেই আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। একটি চমৎকার রোমান্টিক গান। সবমিলিয়ে আমরা পুরো টিম আসলে গানটি নিয়ে ভীষণ উচ্ছসিত। আমাদের বিশ^াস গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পাবে-ইনশাআল্লাহ।’
সাবিলা নূর বলেন, ‘গানটি প্রকাশের পর রেসপন্স খুবই ভালো। আমার অভিনয়ের যারা ভক্ত আছেন তাদের কাছে ভীষণ ভালোলাগছে, কারণ তারা অনেকদিন ধরেই চাচ্ছিলেন আমি যেন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হই। তাদের সেই প্রত্যাশা পূরণ হওয়ায় তাদের কাছে ভালোলাগার সৃষ্টি হয়েছে। আর ইমরানের গান মানুষ অনেক পছন্দ করে, ভালোবাসে। তার গানে একটা আলাদা মায়া আছে, যা শ্রোতা দর্শক পছন্দ করেন। যে কারণে এই গানটিও আমার বিশ^াস সবাই খুব পছন্দ করবেন। প্রাথমিক ফলাফল খুব ভালো। আশা করছি দিন যতো যাবে, গানটির জনপ্রিয়তা বাড়বে-ইনশাআল্লাহ।’