অভিনেত্রী, নাট্য পরিচালক শেখ রুনা ২০১৭ সালে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। সেবার আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। তবে দীর্ঘ পাঁচ বছরে সেই দুর্ঘটনার কারণে নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। বিগত বেশ কয়েকদিন যাবত হাটুতে প্রচÐ ব্যাথায় ভুগছেন। যে কারণে বাসা থেকে একদমই বের হতে পারছেন না। গতকালও তিনি ডাক্তারের কাছে গিয়ে এ ব্যাপারে পরামর্শ নিয়ে এসেছেন।
শেখ রুনা বলেন, ‘সেই সড়ক দুর্ঘটনার কারণে এখন সাইড ইফেক্ট হিসেবে হাঁটুরর ব্যাথায় ভুগছি। জানিনা এ থেকে কবে পরিত্রাণ পাবো। একমাত্র আল্লাহই জানেন। তবে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আপাতত একাই সংগ্রামটা করে যেতে হচ্ছে। আশেপাশে কাউকেই পাচ্ছিনা। পরিবারের সবাই এখন কলকাতায়। খুব কষ্টে সময়টা কাটছে একা একা। সবার দোয়া চাই আল্লাহ যেন আমাকে দ্রæত সুস্থ করে দেন।’