এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে তিন বছর পর অভিনয করলেন সেমন্তী সৌমি। শাহ্জাহান সৌরভের চিত্রনাট্য ও সংলাপে, তানিম রহমান অংশুর গল্প ও পরিচালনায় অপূর্ব’র বিপরীতে সৌমি অভিনয় করেছেন ‘দ্য শু বক্স’ নাটকে। এরইমধ্যে নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অপূর্ব নিজেও। তিনবছর পর অপূর্ব’র বিপরীতে অভিনয় করে ভীষণ উচ্ছসিত সৌমি।
সৌমি বলেন, ‘তিন বছর পর অপূর্বর বিপরীতে অভিনয় করেছি। এটি একটি থ্রিলার গল্পের নাটক। গল্পটা খুব চমৎকার। নির্মাতা বেশ যতœ নিয়ে এটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর তিন বছর পর অপূর্বর সঙ্গে কাজ করে ভীষণ ভালোলাগলো। বলা যায়, এবারের ঈদে এটি আমার সেরা কাজ। যে কারণে এই নাটকটি প্রচারের অপেক্ষায় আছি আমি। কারণ অপূর্ব’র অনেক ভক্ত আছে দেশে বিদেশে। তারা তার নতুন কাজের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। সেসব ভক্তদের কাছে এ নাটকটি আশা করছি ভালোলাগবে।’
অপূর্ব বলেন, ‘অনকেদিন পর সৌমির সঙ্গে কাজ করা হলো। গল্পটা যেহেতু থ্রিলারধর্মী। যে কারণে কাজটাও করতে হয়েছে বেশ ডেডিকেসন নিয়ে। সৌমি আগের চেয়ে অভিনয়ে আরো সিরিয়াস হয়েছে, ভালো অভিনয় করেছে।’
নাটকটি আগামী ঈদেই প্রচার হবে।