ঈদের অনুষ্ঠানমালায় নাটক, সিনেমা, নাচ-গানসহ নানা অনুষ্ঠান থাকলেও থাকে না মূকাভিনয় নিয়ে কোন অনুষ্ঠান। তবে এবার ঈদের আয়োজনের অষ্টম দিনে এটিএন বাংলার পর্দায় দেখা যাবে এক ঝলক মূকাভিনয়। যেখানে মূকাভিনয় নিয়ে হাজির হবেন নিথর মাহবুব ও তার ছাত্র রিপন। ঈদের অষ্টম দিন রাত ১১টায় এটিএন বাংলার পর্দায় ‘আমি কথা বলতে চাই’ নামে ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে মূকাভিনয়ের এই অংশটি। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনায় আছেন আনজাম মাসুদ। প্রযোজনায় শাহেদ দৌলা খান।
‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানটির একটি পর্যায়ে দেশের জনপ্রিয় ১৪জন অভিনয় শিল্পীর সামনে পরিবেশিত হবে মূকাভিনয়টি। এটি দেখার পর ১৪ জনকে বলতে হবে এখানে কি কি করা হয়েছে। যে সবচেয়ে বেশি বলতে পারবে সে হবেন বিজয়ী।
নিথর মাহবুব বলেন, ‘এর আগেও আনজাম মাসুদ ভাইয়ের পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানে মূকাভিনয় করেছি। ঈদের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করায় আনজাম ভাইকে ধন্যবাদ।’