হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্র নায়ক সিয়াম। ভারতের নারী মুসলিম বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে গল্প। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। নেটফ্লিক্সের লিটল থিংস সিরিজের অভিনেত্রী ভারতের মিথিলা পালকার ও জাভেদ জাফরি আছেন এই সিনেমায়। হিন্দি ও তেলেগু ভাষার সিনেমাটির নাম 'ইন দ্য রিং'।
সিনেমাটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম। আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটিও খবরটি নিশ্চিত করেছেন। পরিচালক অলকা রঘুরাম এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে প্রশংসিত ডকুমেন্টারি বোরকা বক্সার্স পরিচালনা করেছিলেন।