গাঁটছড়া বাঁধলেন বলিউডের প্লেব্যাক শিল্পী কনিকা কাপুর। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল লন্ডন প্রবাসী ব্যবসায়ী গৌতম হাতিরামানির। গায়িকা নিজের মেহেদি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেছেন। সঙ্গে কিছু ইমোজি জুড়ে দিয়ে গৌতমের উদ্দেশ্যে তিনি লিখেছেন, হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। সেসব ছবিতে এই গায়িকাকে গৌতমের সঙ্গে ফুল নিয়ে উল্লাস করতে ও নাচতে দেখা যাচ্ছে। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইতোমধ্যেই তাদের বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কনিকা-গৌতমের বিয়ের অনুষ্ঠান হবে লন্ডনে।
কনিকার গান শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। তার গাওয়া বেবি ডল, চিটিয়া কালাইয়াসহ অনেক গানই মানুষের মুখে মুখে। এছাড়া বাংলাদেশের রক্ত সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি। পরীমণির ঠোঁটে তার গাওয়া আমি ডানাকাটা পরী অসম্ভব শ্রোতাপ্রিয়তা পেয়েছিল
এই গায়িকা ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। তার প্রথম স্বামী রাজ চন্দক পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। ২০১২ সালে রাজের সঙ্গে ছাড়াছাড়ি হয় কনিকার।