চলতি প্রজন্মের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল সম্প্রতি নতুন হিন্দি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন। ভারতের এলিগ্যন্ট আই মিউজিক থেকে প্রকাশ হওয়া এ গানটির নাম ‘ম্যানু দাস্তু’। এর সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। গান লিখেছেন রজত। চমকের বিষয় হলো একদিনেই এ গানটি এক মিলিয়নের ঘর ছুঁয়েছে ইউটিউবে। ভারত ও বাংলাদেশ- দু জায়গা থেকেই ভালো সাড়া মিলছে বলে জানালেন ইমরান। এ সংগীত তারকা বলেন, গানটি প্রকাশের এত অল্প সময়ে মানুষ এত পছন্দ করবে বলে ভাবিনি। আমি সত্যিই আনন্দিত। দুই দেশের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সময়ের সঙ্গে আরও ভালো অবস্থানে যাবে।