স্বাধীনতা পদক, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এখনো নিয়মিত গান লিখে যাচ্ছেন। তার লেখা গান নিয়ে এরইমধ্যে সিনেমার গানের চিত্রায়ণের কাজ শেষ করেছেন চিত্রনায়িকা রোজিনা ও চিত্রনায়িকা অরুনা বিশ্বাস। গাজী মাজহারুল আনোয়ারের সমসাময়িক কালের পরিচালক থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যতো সিনেমার পরিচালক আছেন তারাও চান সিনেমায় যেন গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি গান থাকে। কারণ সবারই ধারণা এমন যে গাজী মাজহারুল আনোয়ারের একটি গান থাকা মানেই সিনেমা অনেক সমৃদ্ধ থাকা। এমন ভাবনাটা ভাবাই স্বাভাবিক, কারণ তিনি গাজী মাজহারুল আনোয়ার।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘এক জীবনে অসংখ্য গান লিখেছি। বহু গান আমার জনপ্রিয়। এখনো গান লিখে যাচ্ছি। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখনো অনেকেই আসছেন গান লেখাতে। কেউ কেউ প্লট ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন, আবার কেউ কেউ খেই হারিয়ে ফেলেন। সিনেমার গানের জন্য সিচুয়েসন বুঝানো একটা বড় কাজ। তখন লিখতে সুবিধা হয়। আর যারা নিজেদের জন্য মৌলিক গান নিতে আসেন, তাদের বিষয়টা আলাদা। এ প্রজন্মের অনেকেই আমার লেখা গান গেয়েছে। সিনেমাতেও গেয়েছে অনেকে। আমি এখনো গান লিখতে যখন বসি সেই প্রথমদিনের মতোই আমার অনুভূতি হয়। এক জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আমার লক্ষ্য থাকে একটাই, গান যেন শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এটাই অনেক বড় প্রাপ্তি।’